Nuh Violence: হরিয়ানার নুহ-তে উত্তেজনা, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ গুরুগ্রামের সাংসদের
নুহ-এর পর ফরিদাবাদ এবং গুরুগ্রামেও ক্রমশ উত্তেজনা ছড়াতে শুরু করে। ফলে নুহতে ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেওয়া হয়। রাস্তায় নামে আধা সেনা। ফলে এবার বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করে, গোটা পরিস্থিতির ছবি প্রকাশ্যে আসেন গুরুগ্রামের সাংসদ।
দিল্লি, ২ অগাস্ট: গুরুগ্রামের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী ইন্দ্রজিৎ সিং এবার দেখা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। ধর্মীয় শোভাযাত্রায় হামলার ঘটনায় হরিয়ানার নুহ জেলায় যে সংঘর্ষ হয়, তার জেরে এখনও পর্যন্ত ৬ জনের মৃত্যুর খবর মিলছে। নুহ-এর পর ফরিদাবাদ এবং গুরুগ্রামেও ক্রমশ উত্তেজনা ছড়াতে শুরু করে। ফলে নুহতে ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেওয়া হয়। রাস্তায় নামে আধা সেনা। ফলে এবার বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করে, গোটা পরিস্থিতির ছবি প্রকাশ্যে আসেন গুরুগ্রামের সাংসদ। তিনি বলেন, যদি দুই সম্প্রদয়ের হাতেই অস্ত্র থাকে, তাহলে কে তাদের অস্ত্রের যোগান দিচ্ছে, হরিয়ানা সরকার তা খতিয়ে দেখবে।
যদিও হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টার বলেন, নুহ-এর হিংসায় মদত দেওয়া হচ্ছে। কারা এর পিছনে রয়েছে, তা খতিয়ে দেখা হবে বলে জানান সে রাজ্যের মুখ্যমন্ত্রী।