Nuclear bomb threat at Delhi airport: দিল্লিতে পারমানবিক বোমা আতঙ্ক! বিমানবন্দরে আটক দুই

বিমানবন্দরে পারমানবিক বোমা নিয়ে গুজব ছড়ানোয় আটক দুই ব্যক্তি। ঘটনাস্থল দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর (Indira Gandhi International Airport)। জানা যাচ্ছে, গুজরাট থেকে আসা জিগনেশ মালানি এবং কাশ্যপ কুমার লালানি নামক দুই ব্যক্তি ব্যাগে পারমানবিক বোমা রয়েছে বলে আতঙ্ক ছড়ায়। আর তারপরেই যাত্রীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এই বিভ্রান্তিকর কাণ্ডের কারণে দুজনকে গ্রেফতার করা হয়। যদিও তাঁদের থেকে কোনও বিস্ফোরণ উদ্ধার হয়নি।

জানা যাচ্ছে, গত সোমবা আকাসা এয়ার ফ্লাইটে বোর্ডিংয়ের সময় চেকিং চলছিল। তখনই এদের মধ্য়ে এক যাত্রী বলেন, এত খুঁটিয়ে দেখে কী হবে? তখন সংস্থার আধিকারিক উত্তর দেন, এটা নিয়ম যাতে কারোর অসুবিধা না হয়। এর প্রতুত্তরে আরেক যাত্রী রেগে গিয়ে বলেন, আমি ব্যাগে করে পারমানবিক বোমা নিয়ে যাচ্ছি।

এই ঘটনার জেরে আতঙ্কিত হয়ে পড়েন বাকি যাত্রীরা। ফলে বাধ্য হয়ে দুই যাত্রীকে বিমানে ওঠা থেকে আটকানো হয় এবং তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। পরবর্তীকালে ধৃত ব্যক্তিদের গ্রেফতার করে পুলিশ।



@endif