Sidhu Moosewala Murder Case: সিধু মুসাওয়ালা হত্যাকাণ্ডে জড়িত আরও এক আততায়ীকে ধরল পুলিশ
পাঞ্জাবী গায়ক শুভদীপ সিং সিধু ওরফে সিধু মুসাওয়ালার হত্যাকাণ্ডে (Sidhu Moosewala Murder Case) জড়িত আরও এক শুটারকে গ্রেপ্তার করল দিল্লি পুলিশের বিশেষ শাখা।
নতুন দিল্লি, ৪ জুলাই: পাঞ্জাবী গায়ক শুভদীপ সিং সিধু ওরফে সিধু মুসাওয়ালার হত্যাকাণ্ডে (Sidhu Moosewala Murder Case) জড়িত আরও এক শুটারকে গ্রেপ্তার করল দিল্লি পুলিশের বিশেষ শাখা। গত ২৯ মে আততায়ীর গুলিতে নিহত হন সিধু মুসাওয়ালা। আরও পড়ুন-PV Sindhu’s Instagram Dance Reel Viral: ইনস্টাগ্রাম রিলে নাচছেন পিভি সিন্ধু, ভাইরাল ভিডিও
পুলিশ জানিয়েছে ধৃত আততায়ীর নাম অঙ্কিত। এর আগেও দুটি জঘন্য খুনের ঘটনার চেষ্টায় জড়িত ছিল অঙ্কিত।
বিস্তারিত আসছে।