Death Threat to PM Narendra Modi, Yogi Adityanath: প্রধানমন্ত্রী মোদী, যোগীকে 'খুনের' হুমকি, ইমেল সংবাদমাধ্যমের অফিসে, তল্লাশি পুলিশের
নয়ডা পুলিশের অ্যাসিট্যন্ট কমিশনার রাজনীশ ভর্মা জানান, অভিযোগের ভিত্তিতে পুলিশের তরফে এফআইআর দায়ের করা হয়েছে এবং চলছে তদন্ত।
দিল্লি, ৬ এপ্রিল: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে (UP CM Yogi Adityanath) খুনের হুমকি দিয়ে ইমেল পাঠানো হয়েছে। নয়ডার একটি সংবাদমাধ্যমের অফিসের তরফে পুলিশকে এমনই জানানো হয়েছে। নয়ডার ওই সংবাদমাধ্যমের অফিসে ইমেল পাঠিয়ে মোদী এবং যোগীকে খুনের হুমকি দে ওয়া হয়েছে বলে খবর। কে বা কারা ওই হুমকি ইমেল পাঠিয়েছে , সে বিষয়ে খোঁজ চলছে। পুলিশ এফআইআর দায়ের করেছে এবং অভিযুক্তের খোঁজ শুরু হয়েছে জোর কদমে। মঙ্গলবার বিকেলে নয়ডার ওই সংবাদমাধ্যমের অফিসে হুমকি ইমেল পাঠানো হয় বলে খবর।
নয়ডা (Noida) পুলিশের অ্যাসিট্যন্ট কমিশনার রাজনীশ ভর্মা জানান, অভিযোগের ভিত্তিতে পুলিশের তরফে এফআইআর দায়ের করা হয়েছে এবং চলছে তদন্ত। এই ধরনের হুমকি ইমেলকে খুব একটা গুরুত্ব দেওয়া হয় না। তবে বিষয়টি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে কেন্দ্র করে। ফলে বিষয়টির উপর নজরদারি শুরু হয়েছে এবং তদন্ত চলছে বলে জানান রজনীশ ভর্মা।