Noida: চোখের সামনে আচমকা মৃত্যু মডেলের, চাঞ্চল্য
জানা যাচ্ছে, র্যাম্পে হাঁটার সময় গায়ে লোহার রড পড়ে যে মডেলের মৃত্যু হয়, তাঁর নাম বংশিকা চোপড়া। অন্যদিকে ববি রাজ নামে আহত আরও এক মডেলকে ভর্তি করা হয় হাসপাতালে।
নয়ডা, ১২ জুন: র্যাম্প ওয়াকের সময় ভয়াবহ ঘটনা। রবিবার নয়ডা ফিল্ম সিটি এলাকায় একটি ইভেন্ট চলছিল। ইভে্ট চলাকালীন সেখানে লোহার রড গায়ে পড়ে মৃত্যু হয় এক মডেলের। সেই সঙ্গে ওই ঘটনায় আহত হন আরও একজন। ঘটনা খবর পেয়েই পুলিশ সেখানে পৌঁছয় এবং আহতকে ভর্তি করা হয় হাসপাতালে।
জানা যাচ্ছে, র্যাম্পে হাঁটার সময় গায়ে লোহার রড পড়ে যে মডেলের মৃত্যু হয়, তাঁর নাম বংশিকা চোপড়া। অন্যদিকে ববি রাজ নামে আহত আরও এক মডেলকে ভর্তি করা হয় হাসপাতালে। রবিবার দুপুর দেড়টা নাগাদ নয়ডা ফিল্ম সিটিতে ওই ভয়াবহ ঘটনা ঘটে।
দুর্ঘটনার পরপরই পুলিশ ইভেন্ট আয়োজকদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে। সেই সঙ্গে দায়ের করা হয় এফআইআর। পাশাপাশি নিহত মডেলের বাড়ির লোকজনকে এ বিষয়ে যেমন জানানো হয়, তেমনি আহতর পরিবারকেও খবর পাঠানো হয় পুলিশের তরফে।