NMC Standards: নির্ধারিত নিয়ম মেনে না চলার কারণে পরিচিতি হারাতে বসেছে ৪০ মেডিকেল কলেজ, র‍্যাডারে আরও ১০০

সরকারের তথ্য অনুযায়ী সারা দেশে মেডিকেল কলেজের সংখ্যা ৩৮৭ থেকে বেড়ে দাঁড়িয়েছে ৬৫৪ তে

Doctor Photo Credit: Twitter@LiveLawIndia

ন্যাশন্যাল মেডিকেল কলেজে কমিশনের নির্ধারিত স্ট্যান্ডার্ড মেনে না চলার কারনে বিগত ২ মাসে পরিচয় হারিয়েছে প্রায় ৪০ টি মতন মেডিকেল কলেজ। শুধু তাই নয় আগামী দিনে প্রায় ১০০ টি এরকম কলেজ রয়েছে যারা হারাতে চলেছে তাদের পরিচিতি।

এদের মধ্যে রয়েছে পুদুচেরী, গুজরাট, আসাম, অন্ধ্রপ্রদেশ, তামিনলাড়ুর মেডিকেল কলেজও রয়েছে যারা নির্ধারিত মান না রাখার কারনে হারাতে পারে পরিচিতি।

এর মধ্যে অরুণাচল প্রদেশে অনেক পুরনো মেডিকেল কলেজ রয়েছে। কিন্তু নির্দিষ্ট মান না মেনে চলার কারনে তাদেরও হারিয়ে যেতে পারে পরিচিতি। কমিশনের নির্ধারিত নিয়ম না মেনে চলা, সিসিটিভি রক্ষনাবেক্ষন না করা ইত্যাদি বেশ কিছু নিয়মের গাফিলতির কারনে এই সিদ্ধান্ত বলে জানা যাচ্ছে।

এর পরিপ্রেক্ষিতে ডাক্তারের চিঠি দিয়ে তাদের আশাঙ্কার কথা জানিয়েছে। এর ফলে তাদের কেরিয়ারের পাশাপাশি গ্রহণযোগ্যতাও হারাবেন তারা।

সরকারের তথ্য অনুযায়ী সারা দেশে মেডিকেল কলেজের সংখ্যা ৩৮৭ থেকে বেড়ে দাঁড়িয়েছে ৬৫৪ তে। এর পাশাপাশি এমবিবিএস পদের সংখ্যাও বেড়েছে ৯৪ শতাংশ।

 



@endif