NMC : নিয়মনীতি না মানায় ৫০ শতাংশ মেডিকেল কলেজগুলিকে শোকজ নোটিশ এনএমসির

নিয়মনীতি না মানার কারণেই এই শোকজ নোটিশ বলে জানা যাচ্ছে

Photo ANI

নিয়মনীতি রক্ষা না করার কারণে দেশের ৫০ শতাংশ মেডিকেল কলেজগুলিকে সোমবার নোটিশ পাঠিয়েছে এনএমসি। সূত্র থেকে এমনটাই জানা গেছে।  একটি এজেন্সীকে দেওয়া সাক্ষাৎকারে জানানো হয়েছে যে নিয়মনীতি মেনে না চলার কারণে পরিচয় পত্র হারাতে পারে মেডিকেল কলেজগুলি।

শোকজ নোটিশ জারি করা হয়েছে ৩৯৭ টি মেডিকেল কলেজ ১৯৭ টি সরকারী সাহায্যপ্রাপ্ত মেডিকেল কলেজ এবং অন্যান্য প্রাইভেট হাসপাতালগুলিকে।

কেরলের ইদুক্কির মেডিকেল কলেজে অনুপস্থিতির হার এবং প্রয়োজন অনুযায়ী ফ্যাকাল্টি না থাকার কারণে পাঠানো হয়েছে নোটিশ।

এর পাশাপাশি রাজস্থানে বারমেরে মেডিকেল কলেজে পাঠানো হয়েছে নোটিশ। এমএসআর ৩.২ ২০২৩ নির্দেশিকা অনুযায়ী সিনিয়র রেসিডেন্ট ডাক্তার ও ফ্যাকাল্টির সদস্যদের ৭৫ শতাংশ উপস্থিতি বাধ্যতামূলক।

ভারতে ৪০ শাতংশের বেশি মেডিকেল কলেজ নিয়মনীতি না মানার কারণে কলেজের তকমা হারিয়েছে।সরকারী তথ্য অনুযায়ী মেডিকেল কলেজের সংখ্যা বেড়ে ৩৮৭ থেকে ৬৫৪ তে।যা ২০১৪ সময় থেকে প্রায় দ্বিগুন।এমবিবিএস পড়ার ক্ষেত্রে আসন সংখ্যা বেড়েছে ৯৪ শতাংশ।