PM Narendra Modi On Nitish Kumar: 'আর কত নিচে নামবেন' নীতিশের জন্ম নিয়ন্ত্রণ মন্তব্যে ইন্ডিয়া জোটকে কটাক্ষ মোদীর

জন্ম নিয়ন্ত্রণ নিয়ে মন্তব্য করেত গিয়ে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার বলেন, 'স্বামীর কর্মের কারণেই বেশি সন্তান হয়। যাইহোক, একজন শিক্ষিত মহিলা জানেন কিভাবে এটি বন্ধ করতে হয়...তাই জন্মের সংখ্যা কমছে।' নীতিশ কুমারের ওই মন্তব্যের পর থেকেই জোর সমালোচনা শুরু হয়ে যায়।

PM Modi (Photo Credit: Twitter)

দিল্লি, ৮ নভেম্বর: জন্ম নিয়ন্ত্রণ নিয়ে 'অশালীন' মন্তব্য করেছেন নীতিশ কুমার। বিহারের মুখ্যমন্ত্রীকে এভাবেই তীব্র আক্রমণ করা হয় বিজেপির তরফে। এবার বিষয়টি নিয়ে তোপ দাগলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এমনকী, 'ইন্ডিয়া জোটের সদস্যরা আর কত নীচে নামবেন?'বলে প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী। মধ্যপ্রদেশের এক জনসভায় হাজির হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ইন্ডিয়া জোটের একজন বিশেষ নেতা বিধানসভায় 'অশালীন' ভাষা ব্যবহার করেছেন। আর কত ওঁরা নিচে নামবেন বলে প্রশ্ন করেন প্রধানমন্ত্রী। বিধানসভায় প্রত্যেকের সামনে দাঁড়িয়ে যে অশালীন ভাষা ব্যবহার করা হয়েছে,এই সমস্ত নেতারা সাধারণ মানুষের জন্য কীভাবে কাজ করবেন বলেও প্রশ্ন তোলেন নরেন্দ্র মোদী।

 

জন্ম নিয়ন্ত্রণ নিয়ে মন্তব্য করেত গিয়ে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার বলেন, 'স্বামীর কর্মের কারণেই বেশি সন্তান হয়। যাইহোক, একজন শিক্ষিত মহিলা জানেন কিভাবে এটি বন্ধ করতে হয়...তাই জন্মের সংখ্যা কমছে।' নীতিশ কুমারের ওই মন্তব্যের পর থেকেই জোর সমালোচনা শুরু হয়ে যায়। নীতিশ কুমার যে মন্তব্য করেছেন, তার জন্য বিহারের মুখ্যমন্ত্রীর 'ইস্তফা' দাবি করে বিজেপি। পাশাপাশি নীতিশ কুমার 'মানসিক সুস্থিতি হারিয়েছেন' বলেও কটাক্ষ করা হয় গেরুয়া শিবিরের তরফে।

বিজেপির নিশিকান্ত দুবে বলেন, 'নীতিশ কুমারের জনসংখ্যা নিয়ন্ত্রণ মন্তব্য কার্যত পর্নোগ্রাফির গল্পর সঙ্গে তুলনা চলে।' নিজের সোশ্যাল হ্যান্ডেলে নিশাকান্ত দুবে লেখেন, 'জনসংখ্যা নিয়ন্ত্রণ মন্তব্যে মহাগুরু নিতীশানন্দ মহারাজ যে পর্নোগ্রাফির গল্প বলছিলেন।'



@endif