Niti Aayog: নীতি আয়োগের বৈঠকে নেই কেরালা, রাজস্থান
রাজস্থান, কেরালার পাশাপাশি দিল্লি, বিহার এবং বাংলার মুখ্যমন্ত্রীরাও গরহাজির থাকতে পারেন এই বৈঠকে
প্রধানমন্ত্রীর ডাকা নীতি আয়োগ আলোচনা সভায় যাচ্ছে না কেরালা, রাজস্থান সরকার। শনিবার দিল্লির প্রগতি ময়দানে ডাকা হয়েছে নীতি আয়োগের বৈঠক। সেই বৈঠকের ওপরেই নজর রয়েছে রাজনৈতিক নেতানেত্রীদের। পার্লামেন্টের নতুন ভবন উদ্বোধন হওয়ার আগেই এই আলোচনার বিশেষ তাৎপর্যও রয়েছে।
বিভিন্ন কারণের জন্য এই আলোচনা সভায় যোগ দিতে পারছেন না তাঁরা। রাজস্থানের মুখ্য মন্ত্রী স্বাস্থ্যের কারণে যোগ দিতে পারবেন না বলে জানিয়েছেন। যদিও কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের তরফে যোগ না দেওয়ার কোন কারণ জানানো হয়নি।
এছাড়াও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কোজরিওয়াল, বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীও এই আলোচনা সভায় না থাকার সম্ভাবনা বেশি বলে মনে করা হচ্ছে।
স্বাস্থ্য, দক্ষতা, মহিলাদের স্বনির্ভরতা সহ বেশ কিছু ইস্যুতে আলেচনার পাশাপাশি ২০৪৭ এর মধ্যে ভারতকে শক্তিশালী রাষ্ট্র হিসেবে তুলে ধরতে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে এই নীতি আয়োগে।
পার্লামেন্টের নতুন ভবনের উদ্বোধনের আগেই নীতি আয়োগের বৈঠক নিয়ে বিরোধী দলের বয়কটের মনোভাব বিরোধী ঐক্যেকে আরও জোরদার করার ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।