PM Narendra Modi Tweet on Nari Shakti: নির্ভয়ার ৪ ধর্ষকের ফাঁসির পর নারীশক্তি ও সুরক্ষা নিয়ে টুইট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির

দীর্ঘ সাত বছরের লড়াইয়ের পর অবশেষে ফাঁসির দড়িতে ঝুলল ৪ ধর্ষক। বিচার পেল নির্ভয়ার মায়ের চোখের জল, শত শত ভারতবাসী যারা সেদিন টিয়ার গ্যাস ও জল কামানের আঘাতে দিল্লির রাজপথে আহত হয়েছিলেন বিচারের জন্য। জয়ী হলেন নির্ভয়ার বিচারপতিও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) ধর্ষকদের ফাঁসির পর টুইট করে জানান-"নারীর মর্যাদা ও সুরক্ষা নিশ্চিত করার পক্ষে এটি সর্বাধিক গুরুত্বপূর্ণ। আমাদের নারী শক্তি প্রতিটি ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে। পাশাপাশি, আমাদের এমন একটি দেশ গড়ে তুলতে হবে যেখানে নারী ক্ষমতায়নের দিকে দৃষ্টি নিবদ্ধ থাকবে, যেখানে সাম্যতা এবং সুযোগের উপরে জোর দেওয়া হবে।"

নরেন্দ্র মোদি (Photo Credits: PTI)

নতুন দিল্লি, ২০ মার্চ: দীর্ঘ সাত বছরের লড়াইয়ের পর অবশেষে ফাঁসির দড়িতে ঝুলল ৪ ধর্ষক। বিচার পেল নির্ভয়ার মায়ের চোখের জল, শত শত ভারতবাসী যারা সেদিন টিয়ার গ্যাস ও জল কামানের আঘাতে দিল্লির রাজপথে আহত হয়েছিলেন বিচারের জন্য। জয়ী হলেন নির্ভয়ার বিচারপতিও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) ধর্ষকদের ফাঁসির পর টুইট করে জানান-"নারীর মর্যাদা ও সুরক্ষা নিশ্চিত করার পক্ষে এটি সর্বাধিক গুরুত্বপূর্ণ। আমাদের নারী শক্তি প্রতিটি ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে। পাশাপাশি, আমাদের এমন একটি দেশ গড়ে তুলতে হবে যেখানে নারী ক্ষমতায়নের দিকে দৃষ্টি নিবদ্ধ থাকবে, যেখানে সাম্যতা এবং সুযোগের উপরে জোর দেওয়া হবে।"

আজ ২০ মার্চ ভোর সাড়ে পাঁচটায় তিহাড় জেলে হল চার ধর্ষকের ফাঁসি (Nirbhaya Gangrape-Murder Case Convicts Hanged)। ভারতের ইতিহাসে একসঙ্গে চার জনের ফাঁসি হল প্রথম। নির্ধারিত সময় অনুযায়ী, ঠিক সময়ে ফাঁসিকাঠে চড়ানো হয় চার জনকে। এর পরে চলে ১২০ সেকেন্ডের কাউন্টডাউন। কাঁটায় কাঁটায় সাড়ে পাঁচটায় ট্রিগার টেনে একসঙ্গে চার অভিযুক্তের ফাঁসি দেন ফাঁসুড়ে পবন। নিয়ম মেনে ৩০ মিনিট ফাঁসিকাঠেই ঝোলে দেহগুলি। তার পর কুয়োয় ফেলে দেওয়া হয় দেহ। শেষে চিকিৎসক এসে পরীক্ষা করেন যে চার জনেই মৃত কি না। তিনি নিশ্চিত করলে কুয়ো থেকে দেহ তুলে নিয়ে চলে যাওয়া হয় ময়নাতদন্তের জন্য। আরও পড়ুন, মৃতদেহ নিয়ে কোনও বিক্ষোভ প্রদর্শন নয়, লিখিত প্রতিশ্রুতি ধর্ষকের পরিবারের

ময়নাতদন্তের পরে সৎকার করা হবে দেহ। আপাতত রাখা হয়েছে দিল্লির দীন দয়াল উপাধ্যায় হাসপাতালে। জেলের নিয়ম অনুযায়ী সেখানে পাঁচ সদস্যের চিকিৎসকের দল দেহটির ময়নাতদন্ত করবে। এরপরই পুড়িয়ে দেহ পুড়িয়ে ফেলার অনুমতি দেওয়া হবে। কর্তৃপক্ষ জানিয়েছে, ধর্ষকদের মৃতদেহগুলি পরিবারের হাতে তুলে দেওয়ার পর তারা দেহ নিয়ে কোনওরকম বিক্ষোভ প্রদর্শন করবেন না বলে একটি পত্রে স্বাক্ষর করানো হয়।