Nipah Virus In Kerala: নিপার কামড়ে ফের মৃত্যু কেরলে, মারণ ভাইরাস থেকে কেন সতর্ক থাকতে হবে দেখুন
১৯৯৯ সালে মালয়েশিয়ায় প্রথম নিপা ভাইরাসের সংক্রমণ দেখা দেয়। তখন থেকে বিশ্ব জুড়ে নিপার তেমন কোনও সংক্রমণ দেখা যায়নি। মালয়েশিয়ায় সংক্রমণের ২ বছর পর বাংলাদেশ এবং ভারতে নিপা ভাইরাসের খবর মেলে।
দিল্লি, ১৬ সেপ্টেম্বর: ফের নিপা ভাইরাসের (Nipah Virus) আতঙ্ক ছড়াল কেরলে (Kerala)। দক্ষিণের এই রাজ্যে এবার নিপা ভাইরাস সংক্রমণের জেরে এক ছাত্রের মৃত্যুর খবর মেলে। রবিবার কেরলের স্বাস্থ্যমন্ত্রী ভীণা জর্জ জানান, নিপা ভাইরাসের সংক্রমণের জেরেই ওই ছাত্রের (Student) মৃত্যু হয়েছে। পুণে থেকে পরীক্ষার খবর আসার পর, বিষয়টি নিয়ে সতর্কতা জারি করা হয়েছে বলে খবর। নিপা ভাইরাসের জেরে ১৫১ জনের পরীক্ষা করানো হচ্ছে কেরলে (Kerala)। মিলছে এমন খবরও। ফলে দক্ষিণের এই রাজ্যে ক্রমশ আতঙ্ক বাড়াচ্ছে নিপা।
১৯৯৯ সালে মালয়েশিয়ায় প্রথম নিপা ভাইরাসের সংক্রমণ দেখা দেয়। তখন থেকে বিশ্ব জুড়ে নিপার তেমন কোনও সংক্রমণ দেখা যায়নি। মালয়েশিয়ায় সংক্রমণের ২ বছর পর বাংলাদেশ (Bangladesh) এবং ভারতে (India) নিপা ভাইরাসের খবর মেলে। ২০০১ সালে প্রথম পশ্চিমবঙ্গের (West Bengal) শিলিগুড়ির নিপা সংক্রমণের খোঁজ মেলে। এরপর কেরলের কোঝিকোড়, এর্নাকুলাম থেকে সংক্রমণের খবর মেলে। ২০১৮, ২০১৯, ২০২৩-এ নিপা সংক্রমণের খবর মেলে কেরল থেকে।
সংক্রমিত কোনও পশু, পাখির খাওয়া ফল থেকে এই ভাইরাস মানুষের শরীরে পৌঁছয়। মানুষের সংক্রমণের জেরে একে, অপরের মধ্যেও এই ভা ইরাস ছড়িয়ে পড়ে। বাদুড়, শুয়োরের মত পশুর শরীর থেকে নিঃসৃত তরল থেকে এই সংক্রমণ হয়। সংক্রমিত পশুর কামড়ানো কোনও ফল থেকে নিপায় আক্রান্ত হতে পারেন কেউ। আবার সংক্রমিতর শরীর নিঃসৃত তরল থেকেও অন্য কেউ আক্রান্ত হতে পারেন বলে খবর।
নিপা ভাইরাসের আক্রান্ত হলে জ্বর, বমি, মাথা যন্ত্রণা, গলা ফুলে যাওয়ার মত একাধিক উপসর্গ দেখা যায় আক্রান্তের মধ্যে। সংক্রমণের ৪ থেকে ১৪ দিনের মধ্যে আক্রান্তের শরীরে একাধিক উপসর্গ দেখা যায়।