Coronavirus Lockdown: লকডাউনে ছেলের বিয়ে দিলেন কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামী, থোড়াই কেয়ার সামাজিক দূরত্ব
লকডাউনের (Coronavirus Lockdown) মধ্যে বিয়ে করলেন কর্নাটকের প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি কুমারস্বামীর (HD Kumaraswamy) ছেলে নিখিল কুমারস্বামী (Nikhil Kumaraswamy)। কংগ্রেস নেতা এম কৃষ্ণাপ্পার ভাইজি রেবতীর সঙ্গে তাঁর বিয়ে হয়েছে। সারা দেশ যখন লকডাউনের কড়া অনুশাসনে থেকে করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই করছে তখন এই বিয়ের ছবি দেখে সকলের চক্ষু চড়কগাছ৷ বেঙ্গালুরু (Bengaluru) থেকে ২৮ কিলোমিটার দূরে ফার্মহাউসে বসেছিল বিয়ের আসর ৷ বিয়েতে নিমন্ত্রিত ছিলেন শতাধিক। বিয়ের যে সব ছবি প্রকাশ পেয়েছে তাতে দেখা গেছে, অনুষ্ঠানে অংশ নেওয়া লোকজন মানেননি সামাজিক দূরত্বের নিয়ম, না আছে কারোর মুখে মাস্ক ৷ অনুষ্ঠানে হাজির ছিলেন ৮৬ বছরের এইচডি দেবগৌড়াও৷
বেঙ্গালুরু, ১৭ এপ্রিল: লকডাউনের (Coronavirus Lockdown) মধ্যে বিয়ে করলেন কর্নাটকের প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি কুমারস্বামীর (HD Kumaraswamy) ছেলে নিখিল কুমারস্বামী (Nikhil Kumaraswamy)। কংগ্রেস নেতা এম কৃষ্ণাপ্পার ভাইজি রেবতীর সঙ্গে তাঁর বিয়ে হয়েছে। সারা দেশ যখন লকডাউনের কড়া অনুশাসনে থেকে করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই করছে তখন এই বিয়ের ছবি দেখে সকলের চক্ষু চড়কগাছ৷ বেঙ্গালুরু (Bengaluru) থেকে ২৮ কিলোমিটার দূরে ফার্মহাউসে বসেছিল বিয়ের আসর ৷ বিয়েতে নিমন্ত্রিত ছিলেন শতাধিক। বিয়ের যে সব ছবি প্রকাশ পেয়েছে তাতে দেখা গেছে, অনুষ্ঠানে অংশ নেওয়া লোকজন মানেননি সামাজিক দূরত্বের নিয়ম, না আছে কারোর মুখে মাস্ক ৷ অনুষ্ঠানে হাজির ছিলেন ৮৬ বছরের এইচডি দেবগৌড়াও৷
প্রথমে ঠিক ছিল বেঙ্গালুরুর একটি রিসর্টে হবে নিখিল-রেবতীর বিয়ের অনুষ্ঠান। বৃহস্পতিবার একটি ভিডিয়ো বার্তায় কুমারস্বামী নিমন্ত্রিতদের উদ্দেশে বলেন, লকডাউনের জন্য জায়গা বদল করা হয়েছে। বেঙ্গালুরু থেকে ২৮ কিলোমিটার দূরে খামার বাড়িতে বিয়ের অনুষ্ঠান হবে। এছাড়া দলীয় নেতা-কর্মী ও অন্যদের অনুষ্ঠান এড়িয়ে যাওয়ার অনুরোধ করেন তিনি। দুই পরিবারের নিকট আত্মীয়দের নিয়ে অনুষ্ঠান হবে বলে জানান কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী। কেন জায়গা বদল তারও ব্যাখা দিয়েছেন কুমারস্বামী। তিনি বলেছেন, বেঙ্গালুরু রেড জোন। আর বাড়িতে এই অনুষ্ঠান হওয়া সম্ভব নয় তাই খামারবাড়িতেই ছোটো করে অনুষ্ঠান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অভিযোগ, যাতে বিয়েবাড়ির ভিতরের প্রকৃত ছবিটা বাইরে না আসে তাই সংবাদমাধ্যমের প্রবেশাধিকার রাখা হয়নি ৷ অনুষ্ঠানস্থানের ১৫ কিমি আগেই সাংবাদিকদের আটকে দেওয়া হয়। আরও পড়ুন: Kolkata: 'পুলিশ ও প্রশাসন রাজনৈতিক উদ্দেশ্যে বিজেপি সাংসদদের বাধা দিচ্ছে', টুইটারে সরব রাজ্যপাল জগদীপ ধনখর
এই বিষয়ে কর্নাটকের উপ মুখ্যমন্ত্রী অশ্বথ নারায়ণ বলেন, “যদি বিয়ের অনুষ্ঠানে লকডাউনের বিধি লঙ্ঘন হয় তাহলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। আমরা যদি এই ঘটনাকে ছেড়ে দিই তবে খুব ভুল বার্তা যাবে। আমি আমার সহকর্মীদের অনুরোধ করছি ক্ষমতার অপব্যবহার না করার জন্য। আমাদের নিয়ম মেনে চলতে হবে অন্যথায় এটি একটি ভুল বার্তা যাবে। অবশ্যই আমরা ব্যবস্থা নেব। মিডিয়াকে অনুমতি না দেওয়ার জন্য পুলিশকে কোনও নির্দেশ দেওয়া হয়নি।"