NIA Raids In Jammu-Kashmir: জম্মু ও কাশ্মীর জঙ্গি ষড়যন্ত্র মামলার তদন্তে তল্লাশি অভিযানে এন আই এ
গত বুধ ও বৃহস্পতিবার সোপিয়ান , অবন্তীপোরা ও পুলওয়ামা জেলার পাঁচ জায়গায় নতুন তৈরি হওয়া জঙ্গি সংগঠনগুলির সদস্য ও সহানুভূতিশীল মানুষদের খোঁজে তল্লাশি চালায় এন আই এ।
জম্মু ও কাশ্মীর: জম্মু ও কাশ্মীর জঙ্গি ষড়যন্ত্র মামলার তদন্তে নেমে কাশ্মীরের বিভিন্ন নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সদস্যদের (Pakistan-backed banned terrorist organisations) খোঁজে বিভিন্ন অংশে তল্লাশি অভিযান চালাচ্ছে জাতীয় তদন্তকারী সংস্থা (NIA)। গত সপ্তাহ থেকেই এই অভিযান চালাচ্ছে তারা। গত বুধ ও বৃহস্পতিবার সোপিয়ান (Shopian), অবন্তীপোরা (Awantipora) ও পুলওয়ামা (Pulwama) জেলার পাঁচ জায়গায় নতুন তৈরি হওয়া জঙ্গি সংগঠনগুলির সদস্য ও সহানুভূতিশীল মানুষদের খোঁজে তল্লাশি চালায় এন আই এ।
এই সংগঠনগুলি হল দ্য রেসিস্ট্যান্ট ফ্রন্ট (The Resistance Front), ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট জম্মু ও কাশ্মীর (United Liberation Front Jammu & Kashmir), মুজাহিদিন গজবা-উল-হিন্দ (Mujahideen Gazwat-ul-Hind), জম্মু ও কাশ্মীর ফ্রিডম ফাইটার্স (Jammu & Kashmir Freedom Fighters), কাশ্মীর টাইগার্স (Kashmir Tigers), পিএএএফ (PAAF)-সহ অন্যান্য। এই সংগঠনগুলিকে সাহায্য করছে পাকিস্তানের মদতপুষ্ট নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবা (Laskhar-e-Toiba), জইশ-ই-মহম্মদ (Jaish-e-Mohammed), হিজাবুল মুজাহিদিন (Hizb-ul-Mujahideen), আল-বদর (Al-Badr) ও আল-কায়েদা (Al-Qaeda)।
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)