ISIS: বানচাল ভারতে হামলার ছক, হামাসের পতাকা ও অস্ত্র-সহ ধৃত ১৫ জন আইএসআইএস জঙ্গি

ভারতে বড়সড় জঙ্গি হামলার ছক বানচাল করল জাতীয় তদন্তকারী সংস্থা এএনআই। শনিবার মহারাষ্ট্র ও কর্নাটকের বিভিন্ন জায়গায় মহারাষ্ট্র পুলিশ ও এটিএসের সাহায্য তল্লাশি চালায় তারা।

ফাইল ফটো

মুম্বই: ভারতে বড়সড় জঙ্গি হামলার ছক বানচাল (massive crackdown) করল জাতীয় তদন্তকারী সংস্থা এএনআই (National Investigation Agency)। শনিবার মহারাষ্ট্র (Maharashtra) ও কর্নাটকের (Karnataka) বিভিন্ন জায়গায় মহারাষ্ট্র পুলিশ (Maharashtra Police) ও এটিএসের (ATS Maharashtra) সাহায্য তল্লাশি (raids) চালায় তারা। এই অভিযানে নিষিদ্ধ সন্ত্রাসবাদী সংগঠন আইএসআইএসের (ISIS) ১৫ জন অপারেটরকে গ্রেফতার করা হয়।

এএনআই সূত্রে জানা গেছে, অভিযানে প্রচুর নগদ টাকা, আগ্নেয়াস্ত্র, ধারালো অস্ত্র, অপরাধমূলক নথিপত্র, স্মার্টফোন এবং অন্যান্য ডিজিটাল ডিভাইস বাজেয়াপ্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে একটি পিস্তল, দুটি এয়ারগান, আটটি তলোয়ার ও ছুরি, দুটি ল্যাপটপ, ছটি হার্ডডিস্ক, তিনটি সিডি, ৩৮টি মোবাইল ফোন, ১৯টি ম্যাগাজিন বই, ৬৮ লক্ষ তিন হাজার ৮০০ টাকা নগদ এবং ৫১টি হামাসের পতাকা (Hamas flags) রয়েছে।

তদন্তে উঠে এসেছে যে অভিযুক্তরা সবাই আইএসআইএসের মহারাষ্ট্র মডিউলের (ISIS Maharashtra module) সদস্য। পদঘা-বোরিভালিতে (Padgha-Borivali) বসবাস করে সেখান থেকে তারা ভারতজুড়ে সন্ত্রাস ও হিংসা ছড়িয়ে দেওয়ার ষড়যন্ত্র করেছিল। হিংসাত্মক জেহাদ (violent Jihad), খিলাফত (Khilafat) ও আইএসআইএস-এর পথ অনুসরণ করে অভিযুক্তদের উদ্দেশ্য ছিল দেশের শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করা এবং ভারত সরকারের বিরুদ্ধে যুদ্ধ চালানো। আরও পড়ুন: Himanta Biswa Sarma Feeding Giraffe: ছোট্ট জিরাফ পারিজাত-কে দুধ খাওয়াচ্ছেন হিমন্ত বিশ্ব শর্মা, গুয়াহাটি চিড়িয়াখানার ভিডিয়ো