Anmol Bishnoi: কানাডায় লুকিয়ে আনমোল বিষ্ণোই? গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের ভাইয়ের খোঁজ দিলে ১০ লক্ষের পুরস্কার ঘোষণা
কৃষ্ণসার হরিণ শিকার মামলায় সলমন খানকে জামিন দেওয়া হয় আদালতের তরফে। সলমন জামিন পেলেও তিনি কেন ক্ষমা চাননি বিষ্ণোই সম্প্রদায়ের কাছে, তা নিয় প্রশ্ন তোলে লরেন্স। সলমন খান নিজের ভুল স্বীকার না করলে, তাঁকে ক্ষমা করা হবে না বলেও লরেন্স বিষ্ণোই হুমকি দেয়।
মুম্বই, ২৫ অক্টোবর: আনমোল বিষ্ণোই (Anmol Bishnoi) কোথায় রয়েছে, সেই খবর দিতে পারলে ১০ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। এনআইএ-র (NIA) তরফে এবার এমনই ঘোষণা করা হল। গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের ভাই আনমোলকে শেষবারের মত কানাডায় (Canada) দেখা গিয়েছিল। তারপর থেকে আনমোল বিষ্ণোইয়ের আর কোনও খোঁজ মেলেনি। এবার গ্যাংস্টারের ভাইয়ের খোঁজ দিতে পারলে ১০ লক্ষের পুরস্কার মিলবে বলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে ঘোষণা করা হয়। ২০২২ সালে এনআইএ আনমোল বিষ্ণোইয়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার চার্জশিটে রয়েছে আনমোলের নাম। সেই কারণে এই আনমোল বিষ্ণোইকে জোর কদমে খুঁজতে শুরু করেছেন এনআইএ অফিসাররা।
আনমোল বিষ্ণোইয়ের খোঁজ দিলে ১০ লক্ষের পুরস্কার ঘোষণা...
প্রসঙ্গত সলমন খানের (Salman Khan) ব্যান্দ্রার বাড়িতে সম্প্রতি যে গুলি চালানোর ঘটনা ঘটে, সেখানে আনমোল বিষ্ণোইয়ের হাত রয়েছে বলে খবর মেলে। আনমোল বিষ্ণোইয়ের উসকানিতেই সলমনের বাড়ি লক্ষ্য করে গুলি চালায় বিষ্ণোই গ্যাংয়ের সদস্যরা। যে খবর প্রকাশ্যে আসার পর থেকে জোর কদমে এবার লরেন্স বিষ্ণোইয়ের ভাইকে খুঁজতে শুরু করেছে এনআইএ।
কৃষ্ণসার হরিণ শিকার মামলায় সলমন খানকে জামিন দেওয়া হয় আদালতের তরফে। সলমন জামিন পেলেও তিনি কেন ক্ষমা চাননি বিষ্ণোই সম্প্রদায়ের কাছে, তা নিয় প্রশ্ন তোলে লরেন্স। সলমন খান নিজের ভুল স্বীকার না করলে, তাঁকে ক্ষমা করা হবে না বলেও লরেন্স বিষ্ণোই হুমকি দেয়। এমনকী মুম্বইতে বাবা সিদ্দিকির খুনের পর বিষ্ণোই গ্যাং দাবি করে যে বা যাঁরা সলমনকে সাহায্য করবেন, তাঁদের ফল ভুগতে হবে।
বাবা সিদ্দিকির খুনের পরপরই সলমন খানের নিরাপত্তা আরও আঁটসাট করা হয় মুম্বই পুলিশের তরফে।