Uttar Pradesh Shocker: কাপড় ধোয়া নিয়ে দুই ভাইয়ের মধ্যে অশান্তি, গুলি করে আত্মঘাতি ছোট ভাই
কাপড় ধোয়া নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিবাদের জেরে আত্মঘাতি হলেন ছোট ভাই।
উত্তরপ্রদেশ: কাপড় ধোয়া নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিবাদ শুরু হয়। ঝগড়া এতটাই বেড়ে যায় যে, এক ভাই গুলি করে আত্মঘাতি (Committed Suicide) হলেন। এই ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) কুশীনগরের সৌনহা গ্রামে। আরও পড়ুন: Karnataka Shocker: দরজা বন্ধ করে একরত্তিকে ধর্ষণের চেষ্টা, গ্রেফতার প্রতিবেশী প্রৌঢ়
সূত্রে খবর, দুই ভাইয়ের মধ্যে কাপড় ধোয়া নিয়ে ঝগড়া তীব্র হলে ছোট ভাই রানা ঘরে রাখা একটি পিস্তল নিয়ে ছাদে উঠে বাইরে থেকে তালা লাগিয়ে দেন। তারপর তিনি প্রথম গুলিটি বাতাসে এবং দ্বিতীয় গুলিটি নিজের উপর করেন। গুলির শব্দে পরিবার লোকেরা তালা ভেঙে ছাদে পৌঁছে যুবকের রক্তাক্ত মৃতদেহ দেখতে পান। পুলিশ ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও পাঁচটি কার্তুজ উদ্ধার করেছে। ঘটনার খবর পাওয়া মাত্রই এএসপি রিতেশ কুমার সিং ঘটনাস্থলে পৌঁছে ঘটনার খবর নেন।