Kerala: প্রধানমন্ত্রীর নিরাপত্তার জন্য বাঁধা দড়িতে আটকে যুবকের মৃত্যু

নিহতের পরিবারের অভিযোগ, কোনও প্রকার সতর্কতা ছাড়াই রাস্তায় দড়ি বেঁধে রাখা হয়।

প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

কোচি:  কেরলের কোচিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমাবেশস্থলের কাছে দুর্ঘটনা। কোচিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Narendra Modi) নিরাপত্তা ব্যবস্থার জন্য দড়ি বাঁধা হয়। পুলিশ সূত্রে খবর, রাতের অন্ধকারে দড়িতে আটকে এক বাইক চালকের মৃত্যু হয়েছে। রবিবার রাত ১০:৩০টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। ভাদুথালার বাসিন্দা মনোজ উন্নির মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে, উন্নিকে দ্রুত কাছের হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু তাকে বাঁচানো যায়নি। উন্নির পরিবার অভিযোগ করেছে, কোনও প্রকার সতর্কতা ছাড়াই রাস্তায় দড়ি বেঁধে রাখা হয়। নিহতের এক আত্মীয় বলেন, প্রধানমন্ত্রীর সফরে নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে দড়ি বাঁধা ছিল। রাতে দড়িটি আলাদা করে বোঝানোর জন্য কোনও ব্যবস্থা ছিল না।

আরও পড়ুন: Iran-Israel Conflict: যুদ্ধ থেকে আপাতত মুখ ফেরাল ইজরায়েল, ‘বন্দি’ ভারতীয় নাবিকদের সঙ্গে যোগাযোগের অনুমতি দিল ইরান

কেরলে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুটি জনসভায় ভাষণ দেবেন। আগামী ২৬ এপ্রিল কেরলে ২০টি লোকসভা আসনের ভোট হওয়ার কথা রয়েছে।