J&K: সেনাদের মৃত্যুর প্রতিবাদে জম্মুতে বিক্ষোভ বিজেপি যুব শাখার
সেনাদের মৃত্যুর প্রতিবাদে জম্মুতে বিক্ষোভে নামলেন বিজেপি যুব শাখার সদস্যরা। বুধবার কাশ্মীরের অনন্তনাগ জেলার কোকেরনাগ এলাকায় সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষ সেনা কর্নেল সহ তিনজন নিরাপত্তা বাহিনীর অফিসার শহিদ হন।
জম্মু: সেনাদের মৃত্যুর প্রতিবাদে জম্মুতে বিক্ষোভে নামলেন বিজেপি যুব শাখার সদস্যরা। বুধবার কাশ্মীরের অনন্তনাগ জেলার কোকেরনাগ এলাকায় সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষ সেনা কর্নেল সহ তিনজন নিরাপত্তা বাহিনীর অফিসার শহিদ হন। এই মৃত্যুর ঘটনায় ভারতে ক্ষোভের পরিবেশ তৈরি হয়েছে। আজ জম্মুতে পাকিস্তানের বিরুদ্ধে বিক্ষোভ করছে বিজেপি যুব শাখার সদস্যারা।
আধিকারিকরা জানিয়েছেন, গত বুধবার কাশ্মীরের অনন্তনাগ জেলার কোকেরনাগ এলাকায় কর্নেল মনপ্রীত সিং (Colonel Manpreet Singh), মেজর আশিস, জম্মু ও কাশ্মীর পুলিশের ডিএসপি হুমায়ুন ভাট জঙ্গিদের গুলিতে গুরুতর আহত হন। চিকিৎসাধীন অবস্থায় তাঁদের অবস্থায় মৃত্যু হয়।
দেখুন টুইট
গত মঙ্গলবার সন্ধ্যায় জম্মু বিভাগের রাজোরি জেলায় জঙ্গি এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে একটি এনকাউন্টার হয়। এতে দুই জঙ্গি নিহত হয়েছে।