Mumbai Shocker: মাইনে চাওয়ায় কর্মচারীকে বেধড়ক মারধর মালিকের, দেখুন ভিডিয়ো

মিষ্টির দোকানে কাজ করতেন এক ব্যক্তি। মাস শেষ হওয়ার পর মালিকের থেকে প্রাপ্য মাইনে চেয়েছিলেন। কিন্তু, মাইনে না দিয়ে তাঁকে বেধড়ক মারধর করেন অভিযুক্ত।

(Photo Credits: Twitter)

মুম্বই: গোটা মাস মনে দিয়ে কাজ করার পর মাইনে (Salary) চেয়েছিলেন। তার বদলে জুটল মালিকের বেধড়ক মার (Beaten)। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের (Maharastra) মুম্বইয়ে (Mumbai)। এই ঘটনার ভিডিয়ো ভাইরাল হতেই অভিযুক্তের শাস্তি দাবি করেছেন নেটিজেনরা।

জানা গেছে, একটি মিষ্টির দোকানে কাজ করতেন এক ব্যক্তি। মাস শেষ হওয়ার পর মালিকের থেকে প্রাপ্য মাইনে চেয়েছিলেন। কিন্তু, মাইনে না দিয়ে তাঁকে বেধড়ক মারধর করেন অভিযুক্ত।



@endif