Jabalpur Shocker: জবলপুরে স্বামীর অফিসে কর্মরত মহিলাকে পরকীয়া সন্দেহে খুন করল স্ত্রী
স্বামীর সঙ্গে পরকীয়া সন্দেহে খুন, বাঁচাতে আসা বন্ধুকেও ছুরিকাঘাত মহিলার।
নয়াদিল্লি: মধ্যপ্রদেশে (Madhya Pradesh) মাধোতাল এলাকায় স্বামীর অফিসে কর্মরত এক মহিলা কর্মচারীকে ছুরি দিয়ে খুন করেছে এক মহিলা। সূত্রে খবর, মহিলার সন্দেহ ছিল যে মহিলার স্বামীর ওই মহিলার সঙ্গে পরকীয়া সম্পর্ক (Affair) ছিল। এই ঘটনায় হস্তক্ষেপ করতে আসা মহিলা কর্মচারীর বন্ধুকেও ছুরি দিয়ে আক্রমণ করা হয়, এতে তিনি গুরুতর আহত হন, বর্তমানে তিনি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পরকীয়া সন্দেহে নারীর জীবন কেড়ে নিল
মাধোতাল থানার ইনচার্জ বিপিন তামরাকার বলেন, অভিযুক্ত শিখা মিশ্র পলাতক। বর্তমানে আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এখন অভিযুক্তদের খোঁজ করা হচ্ছে।