Nagpur Crime: ৩০০ কোটির সম্পত্তি হাতাতে ভয়ঙ্কর ষড়যন্ত্র করে শ্বশুরকে খুন পুত্রবধূর
শ্বশুরের কোটি কোটি টাকার সম্পত্তি হস্তগত করতে ভয়ঙ্কর ষড়যন্ত্র পুত্রবধূর, নগর পরিকল্পনা বিভাগের কর্মরত পুত্রবধূ এক কোটি টাকা দিয়ে ভাড়াটে খুনি লাগিয়ে শ্বশুরকে খুন করান।
কলকাতা: নাগপুরে (Nagpur) একজন বয়স্ক ব্যক্তির মৃত্যুর তদন্তে পুলিশ চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছে। নাগপুরে সংঘটিত হিট অ্যান্ড রান মামলায় পুলিশ জানিয়েছে এটি নিছক কাকতালীয় ঘটনা নয়, সুপরিকল্পিত ষড়যন্ত্র । বৃদ্ধ শ্বশুরের বিপুল সম্পত্তি। কিন্তু তিনি জীবিত থাকা পর্যন্ত সেই সম্পত্তি হস্তগত করার সুযোগ নেই। তাই ছক করে তাঁর পুত্রবধু ঘটনাটি ঘটিয়েছেন। পুত্রবধূ নগর পরিকল্পনা বিভাগের সহকারী পরিচালক অর্চনা মনীশ পুত্তেওয়ারকে পুলিশ গ্রেফতার করেছে।
তদন্তে জানা গিয়েছে, ৩০০ কোটির সম্পত্তির মালিক। ঘটনার দিন তিনি তাঁর স্ত্রী শকুন্তলার সঙ্গে দেখা করতে হাসপাতালে গিয়েছিলেন, ফেরার সময় তিনি গাড়ির ধাক্কায় নিহত হন। বৃদ্ধর ছেলে এবং অভিযুক্ত অর্চনার স্বামী মনীশ একজন ডাক্তার।
দেখুন
পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত মিসেস পুত্তেওয়ার তাঁর শ্বশুরকে হত্যার জন্য দুইজন ভাড়াতে নিয়োগ করেছিলেন এবং তাদের প্রায় ১ কোটি টাকা দিয়েছিলেন। পুলিশ ভাড়াটে খুনিদেরও গ্রেফতার করেছে।