Kerala: রেস্তরাঁর বিরিয়ানি খেয়ে মহিলার মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৭৮ জন

রেস্তরাঁর খাবার খেয়ে বমি ও ডায়েরিয়ার উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন ১৭৮ জন ব্যক্তি।

প্রতীকী ছবি (Photo Credits: Wkimedia Commons)

নয়াদিল্লি: কেরালার একটি রেস্তোরাঁয় (Restaurant) খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন ১৭৮ জনেরও বেশি মানুষ। শনিবার ঘটনাটি ঘটেছে ত্রিশূর জেলার পেরিনজানাম এলাকার একটি রেস্তরাঁয়। বলা হচ্ছে রেস্তোরাঁর বিরিয়ানি (Biryani) খেয়ে বিষক্রিয়ার ঘটেছে। ওই রেস্তরাঁর খাবার খেয়ে বমি ও ডায়েরিয়ার উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন বহু মানুষ।

আরও পড়ুন : Rain Alert In Kerala: কেরালা জুড়ে প্রবল বৃষ্টি, কোট্টায়াম ও এরনাকুলাম জেলায় জারি হল লাল সতর্কতা (দেখুন পোস্ট)

মঙ্গলবার চিকিৎসাধীন অবস্থায় ৫৬ বছর বয়সী উজাইবা নামের এক মারা গিয়েছেন।তাঁর দুই আত্মীয়ও অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে ওই এলাকায়।প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে বিষক্রিয়ার কারণে এই ঘটনা ঘটেছে।

পুলিশ ইতিমধ্যে রেস্তরাঁটি সিল করেছে। ঠিক কী থেকে খাদ্যে বিষক্রিয়া ঘটেছে তার পরীক্ষা চলছে বলে সূত্রে খবর।