West Bengal Weather Update: এখনই বিদায় নিচ্ছে না, আরও কয়েকদিন দাপটের সঙ্গে ব্যাট করবে শীত

এখনই বিদায় নিচ্ছে না শীত (Winter)। বরং আরও বেশ কয়েকদিন দাপটের সঙ্গে ব্যাটিং করবে সে। আলিপুর আবহাওয়া অফিস (IMD) জানিয়েছে, আগামী কয়েকদিন তাপমাত্রা কিছুটা কমবে। বজায় থাকবে শীতের আমেজ। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৭ ডিগ্রি সেলসিয়াস। আগামী দু’দিনে পারদ নামবে ১৪ ডিগ্রির সেলসিয়াসের কাছাকাছি। বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। বেলা বাড়তে গরম লাগলেও ভোরের দিকে ও রাতের দিকে তাপমাত্রা নিচের দিকেই থাকবে।

Winter (Photo Credits: PTI)

কলকাতা, ১২ ফেব্রুয়ারি: এখনই বিদায় নিচ্ছে না শীত (Winter)। বরং আরও বেশ কয়েকদিন দাপটের সঙ্গে ব্যাট করবে। আলিপুর আবহাওয়া অফিস (IMD) জানিয়েছে, আগামী কয়েকদিন তাপমাত্রা কিছুটা কমবে। বজায় থাকবে শীতের আমেজ। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৭ ডিগ্রি সেলসিয়াস। আগামী দু’দিনে পারদ নামবে ১৪ ডিগ্রির সেলসিয়াসের কাছাকাছি। বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। বেলা বাড়তে গরম লাগলেও ভোরের দিকে ও রাতের দিকে তাপমাত্রা নিচের দিকেই থাকবে।

হাওয়া অফিস জানিয়েছে, আগামী দু’দিনে পারদ নামবে ১৪ ডিগ্রির সেলসিয়াসের কাছাকাছি। ফের ১৬ তারিখ থেকে বাড়বে রাত ও দিনের তাপমাত্রা। আজ বিকেলে দার্জিলিং এবং কালিম্পং জেলায় বজ্র-বিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে শৈত্যপ্রবাহ আরও কয়েকদিন চলবে। আরও পড়ুন: Kunal Ghosh Demands Arrest Of Mukul Roy: 'মুকুল রায় প্রভাবশালী ষড়যন্ত্রকারী, সারদা-নারদা মামলায় গ্রেফতার করা উচিত', দাবি কুণাল ঘোষের

চলতি বছরে পশ্চিমী ঝঞ্ঝা বঙ্গবাসীকে ভালোই নাকাল করেছে। শীতের পিছু পিছু বর্ষা এসেছে। পৌষ মাঘে। তবুও তার মধ্যে ছোট পরিসরেও শীতকে চুটিয়ে উপভোগ করেছে রাজ্যবাসী।