Suvendu Adhikari: বাংলায় জঙ্গলরাজ চলছে, মুখ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত, হলদিবাড়ি ধর্ষণকাণ্ডে মন্তব্য শুভেন্দু অধিকারীর

হলদিবাড়ি ধর্ষণকাণ্ড নিয়ে নিয়ে উত্তপ্ত বঙ্গ রাজনীতি। জানা যাচ্ছে, ফালাকাটার ঘটনার একদিনের মধ্যে হলদিবাড়ির কুমারগ্রাম এলাকায় এক নাবালিকাকে ধর্ষণ করে প্রতিবেশী।

হলদিবাড়ি ধর্ষণকাণ্ড নিয়ে উত্তপ্ত বঙ্গ রাজনীতি। জানা যাচ্ছে, ফালাকাটার ঘটনার একদিনের মধ্যে হলদিবাড়ির কুমারগ্রাম এলাকায় এক নাবালিকাকে ধর্ষণ করে প্রতিবেশী। জানা যাচ্ছে, এই মুহূর্তে ওই ৯ বছরের বাচ্চা মেয়েকে ধর্ষণ করে এক ব্যক্তি। ইতিমধ্যেই তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। যদিও রাজ্যে যে একের পর এক ধর্ষণের ঘটনা ঘটছে তাতে পুলিশের ভূমিকা নিয়ে কড়া সমালোচনা করেছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, "রাজ্যে জঙ্গলরাজ চলছে। এসবের জন্য একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী। যেহেতু তিনি ১৩ বছরের বেশি সময় ধরে পুলিশমন্ত্রী। কেন্দ্র সরকার রাজ্যের আইন ব্যবস্থা নিয়ে কোনও পদক্ষেপ নিতে পারবে না। বাংলায় তুষ্টিকরণের রাজনীতি চলছে"।

শুভেন্দু আরও বলেন, "একটা বিষয় দেখা যাচ্ছে রাজ্যে শুধু গরীব মানুষদের মেয়েদের সঙ্গেই এই অত্যাচার চলছে। ফালাকাটা, ধুপগুড়ি, মাটিগাড়া, হাসখালি, হলদিবাড়ি, কালিয়াগঞ্জ সর্বত্র এই ধরনের ঘটনা ঘটছে। বাংলার মানুষ ১৫ মাস পর সরকার পরিবর্তন করুক। উত্তরপ্রদেশ, অসমের মতো এখানেও রামনাম সত্য হবে"।