WB Municipal Election 2022 Live Updates: হরিণঘাটায় ইভিএম ভাঙার অভিযোগে গ্রেফতার বিজেপি প্রার্থী সুরেশ শিকদার
আজ রাজ্যের ১০৮ পুরসভা নির্বাচনের ভোটগ্রহণ। সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।মোট ২,২৭৬টি বুধ রয়েছে ১০৮টি পুরসভায়। নিরাপত্তার দায়িত্বে রয়েছে মোট ৪৪ হাজার রাজ্য পুলিশ। ১৪ জন ডিআইজি, ৩ জন এডিজি বা আইজি পদমর্যাদার অফিসার থাকবেন ২০টি জেলায় ভোটের দায়িত্বে। পুরভোটের ফল ঘোষণা ২ মার্চ।
কলকাতা, ২৭ ফেব্রুয়ারি: আজ রাজ্যের ১০৮ পুরসভা নির্বাচনের ভোটগ্রহণ। সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।মোট ২,২৭৬টি বুধ রয়েছে ১০৮টি পুরসভায়। নিরাপত্তার দায়িত্বে রয়েছে মোট ৪৪ হাজার রাজ্য পুলিশ। ১৪ জন ডিআইজি, ৩ জন এডিজি বা আইজি পদমর্যাদার অফিসার থাকবেন ২০টি জেলায় ভোটের দায়িত্বে। পুরভোটের ফল ঘোষণা ২ মার্চ।
লাইভ আপডেট:
- মেদিনীপুর শহরের কুইকোটা এলাকায় ১ লাখ টাকা বাজেয়াপ্ত করল পুলিশ।
- সকাল ১১টা পর্যন্ত ভোট পড়েছে ৩৩.৫২ শতাংশ
- হরিণঘাটায় ইভিএম ভাঙার অভিযোগে গ্রেফতার বিজেপি প্রার্থী সুরেশ শিকদার।
- রিষড়া পুরসভার ১ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী সঞ্জয় পাণ্ডেকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।
- জঙ্গিপুর পুরসভায় সিপিএম প্রার্থী জিয়াবুল শেখকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।
- শান্তিপুর পুরসভার ১১ নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থীকে মাটিতে ফেলে বেধড়ক মারধরের অভিযোগ উঠল সিপিএম প্রার্থীর বিরুদ্ধে
- চাকদা পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের দুর্গানগরে নেতাজি সুভাষ বিদ্যাপীঠে বহিরাগতদের তাণ্ডব
- মালদার ইংরেজবাজার পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের বিবেকানন্দ বিদ্যামন্দির বুথে ছাপ্পা ভোটের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
- ভাটপাড়ার ১৮ নম্বর ওয়ার্ডে অর্জুন সিংকে ঘিরে বিক্ষোভ তৃণমূল কর্মীদের। পাল্টা তৃণমূলকর্মীকে চড় মারার অভিযোগ অর্জুনের বিরুদ্ধে।
- উত্তর ব্যারাকপুরে ওল্ড ক্যালকাটা রোডে সৌহার্দ্য মিলন কেন্দ্রে বুথ দখলের অভিযোগ ঘিরে উত্তেজনা
- সৌমেন্দু অধিকারীর বিরুদ্ধে কমিশনে অভিযোগ জানালেন সুপ্রকাশ গিরি।
- অখিল গিরির সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর বচসা। সৌমেন্দু আধিকারীর দেহরক্ষীদের সঙ্গে তাঁর ধাক্কাধাক্কি।
- ময়নাগুড়ি পুরসভার ১ নম্বর ওয়ার্ডের পেটকাঠি প্রাথমিক বিদ্যালয়ের বুথ জ্যাম করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।
- বসিরহাটের ৪ নম্বর ওয়ার্ডে মন্দিরঘাটা প্রাথমিক বিদ্যালয়ে ইভিএম ভাঙচুরের অভিযোগে গ্রেফতার বিজেপি প্রার্থী।
- কোচবিহারের ১৯ নম্বর ওয়ার্ডে আটক ভুয়ো পোলিং এজেন্ট
- কৃষ্ণনগরে ভোট দিতে গিয়ে ভোটারের মৃত্যু
- উত্তর দমদম পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী প্রণব রায়কে হেনস্থার অভিযোগ।
- কালনা পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডে ভুয়ো ভোটার।
- সকাল ৯টা পর্যন্ত ভোটদানের হার ১৫.৬৬ শতাংশ।
- বহরমপুর পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের জিটি আই স্কুলে ৪৬ নম্বর বুথের ভেতরে কংগ্রেস এজেন্টকে ব্যপক মারধরের অভিযোগ।
মেদিনীপুরের একটি বুথের ছবি
- জলপাইগুড়িতে ১২ নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী নারায়ণ চন্দ্র সরকারকে ঘাড়ধাক্কা পুলিশের।
- উত্তর ব্যারাকপুরের ২৩ নম্বর ওয়ার্ডে নির্দল প্রার্থীকে মারধরের অভিযোগ
- আরামবাগ পুরসভার ১১ নম্বর ওয়ার্ডে বসন্তপুরে বুথের বাইরে সিপিএম প্রার্থী সুশীল বাউড়িকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ।
- দক্ষিণ ২৪ পরগনার একটি বুথের ছবি
- কোন্নগর পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী কৃষ্ণা ভট্টাচার্যকে মারধরের অভিযোগ। অভিযোগের তির তৃণমূলের দিকে।
- সোনারপুরের ঘটনায় রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন
- ভাটপাড়া পুরসভার ২৮ নম্বর ওয়ার্ড রাউতা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে উত্তেজনা। তৃণমূল ও বিজেপি কর্মী, সমর্থকদের মধ্যে বচসা।
- বোলপুরের ৯ নম্বর ওয়ার্ডে কংগ্রেস প্রার্থীর বাড়িতে হামলার অভিযোগ।
- রাজপুর-সোনারপুর পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের বিদ্যানিধি স্কুলে উত্তেজনা। বিরোধী এজেন্টদের মারধর করে বুথ থেকে বের করে দেওয়ার অভিযোগ।
- কামারহাটি পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডে উত্তেজনা।
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)