Mamata Attacks Congress And CPI(M): সিপিএমের সঙ্গে জোট করার জন্য কংগ্রেসকে তীব্র আক্রমণ মমতার, ভিডিয়োতে দেখুন কী বললেন মুখ্যমন্ত্রী

সিপিএমের সঙ্গে জোট করার জন্য শুক্রবার দক্ষিণ ২৪ পরগনার সভা থেকে কংগ্রেসকে তীব্র আক্রমণ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

Photo Credits: ANI

কাকদ্বীপ: সিপিএমের (CPI(M)) সঙ্গে জোট করার জন্য শুক্রবার দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) সভা থেকে কংগ্রেসকে (Congress) তীব্র আক্রমণ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (West Bengal CM & TMC Chief Mamata Banerjee)। সিপিএমের সঙ্গে হাত মেলানোর (joining hands) পর কংগ্রেস যেন বাংলায় (Bengal) তাদের কাছে কোনও বিষয়ে সমর্থন (support) চাইতে না আসে তাও স্পষ্ট করে বলে দেন তিনি। পাশাপাশি বর্তমানে পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন জায়গায় যে হিংসার ঘটনা ঘটছে তা নিয়েও আজ মুখ খোলেন মুখ্যমন্ত্রী।

এপ্রসঙ্গে আক্রমণের সুর চড়া করে সিপিএম ও কংগ্রসকে উদ্দেশ্য করে তিনি বলেন, "যারা বলছে বাংলায় আজ কোনও শান্তি (peace) নেই। আমি তাদের জিজ্ঞাসা করতে চাই সিপিএমের শাসনকালে (CPI(M) rule) রাজ্যের পরিস্থিতি কেমন ছিল। কংগ্রেসের বিভিন্ন রাজ্যে সরকার (government) রয়েছে, তা সত্ত্বেও তারা সংসদে (Parliament) আমাদের সমর্থন চায়। আমরাও বিজেপির (BJP) বিরুদ্ধে লড়াইয়ে তাদের সমর্থন করতে রাজি আছি। কিন্তু, বাংলায় সিপিএমের সঙ্গে হাত মেলানোর পর তারা যেন এই রাজ্যে আমাদের সমর্থন চাইতে না আসে।" আরও পড়ুন: WB Panchayat Elections 2023: ভাঙড় থেকে বাজেয়াপ্ত বোমা ও বোমা তৈরির সরঞ্জাম, দেখুন ভিডিয়ো

দেখুন ভিডিয়ো: