India Thanks UNSC Members: ২ ভারতীয়কে পাকিস্তানের জঙ্গি প্রমাণের প্রচেষ্টা ব্যর্থ করার জন্য রাষ্ট্রপুঞ্জের সদস্যদের ধন্যবাদ নয়াদিল্লির
রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের সন্ত্রাস বিরোধী ১২৬৭ কমিটিতে দুই ভারতীয়কে যেনতেন প্রকারেণ জঙ্গি প্রমাণ করতে ব্যর্থ হয়েছে পাকিস্তান। পাকিস্তানকে এই ব্যর্থতার দরজা দেখিয়ে দেওয়ার জন্য রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলিকে (UNSC Members) ধন্যবাদ জানালো ভারত। বুধবার আঙ্গারা আপ্পাজি এবং গোবিন্দ পট্টনায়েককে জঙ্গি ঘোষণার প্রস্তাব দিয়েছিল পাকিস্তান, তবে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের সন্ত্রাস বিরোধী ১২৬৭ কমিটিতে তা খারিজ হয়ে যায়। এই প্রথম নয়, জইশ-ই-মহম্মদ প্রধান মাসুদ আজহারকে সন্ত্রাসবাদী ঘোষণার বদলায় এর আগেও ভারতের পিছনে লেগেছে পাকিস্তান মোট চার ভারতীয়কে জঙ্গি প্রমাণের চেষ্টা করে গেছে। আগেই ২ জন ভারতীয় নাম খারিজ করেছিল রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদ।
রাষ্ট্রপুঞ্জ ৩ সেপ্টেম্বর: রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের সন্ত্রাস বিরোধী ১২৬৭ কমিটিতে দুই ভারতীয়কে যেনতেন প্রকারেণ জঙ্গি প্রমাণ করতে ব্যর্থ হয়েছে পাকিস্তান। পাকিস্তানকে এই ব্যর্থতার দরজা দেখিয়ে দেওয়ার জন্য রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলিকে (UNSC Members) ধন্যবাদ জানালো ভারত। বুধবার আঙ্গারা আপ্পাজি এবং গোবিন্দ পট্টনায়েককে জঙ্গি ঘোষণার প্রস্তাব দিয়েছিল পাকিস্তান, তবে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের সন্ত্রাস বিরোধী ১২৬৭ কমিটিতে তা খারিজ হয়ে যায়। এই প্রথম নয়, জইশ-ই-মহম্মদ প্রধান মাসুদ আজহারকে সন্ত্রাসবাদী ঘোষণার বদলায় এর আগেও ভারতের পিছনে লেগেছে পাকিস্তান মোট চার ভারতীয়কে জঙ্গি প্রমাণের চেষ্টা করে গেছে। আগেই ২ জন ভারতীয় নাম খারিজ করেছিল রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদ।
UNSC-কে ধন্যবাদ জানিয়ে টিএস তিরুমূর্তির টুইট
উল্লেখ্য, আফগানিস্তানে কর্মরত মোট চার ভারতীয়র বিরুদ্ধে সন্ত্রাসবাদী কাজকর্মে লিপ্ত থাকার অভিযোগ তুলে রাষ্ট্রপুঞ্জে অভিযোগ জানিয়েছিল পাকিস্তান। ইসলামাবাদের অভিযোগ ছিল, বেনুমাধব ডোঙ্গারা, অজয় মিস্ত্রি, আঙ্গারা আপ্পাজি এবং গোবিন্দ পট্টনায়েক আফগানিস্তানে কাজ করলেও তারা তেহরিক-ই-তালিবানের মতো জঙ্গি গোষ্ঠীকে মদত দিতেন এবং অর্থসাহায্য করতেন। পেশওয়ারে সেনা স্কুলে হামলায় ১৫০ জনের মৃত্যু হয়েছিল। ওই হামলাতেও এই চারজনের যুক্ত থাকার দাবি করা হয়েছিল। এর মধ্যে অন্ধ্রপ্রদেশের বাসিন্দা আঙ্গারা আপ্পাজি আফগানিস্তানের একটি ব্যাঙ্কে কাজ করতেন। কিন্তু এ বছরের জানুয়ারিতে তাঁকে কাবুলে সরিয়ে নিয়ে যাওয়া হয়। অন্য দিকে আফগানিস্তানের একটি সংস্থায় উচ্চ পদে কর্মরত ছিলেন ওড়িশার বাসিন্দা গোবিন্দ পট্টনায়েক। গত বছরের মে মাসে পাক জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের মাথা মাসুদ আজহারকে বিশ্ব সন্ত্রাসী ঘোষণা করেছিল রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের এই ১২৬৭ কমিটি। চিন সেই প্রস্তাবে ভেটো দিলেও তা কার্যকর হয়নি। কূটনৈতিক পর্যবেক্ষকদের মতে, তার বদলা নিতেই চার ভারতীয়কে জঙ্গি তকমা দেওয়ার চেষ্টা করেছিল ইসলামাবাদ। তবে তাদের সে চেষ্টায় জল ঢেলে দিয়েছে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদ। আরও পড়ুন-Sonu Sood: ‘আজকের পর আর খালিপেটে রাত কাটাবে না বারণসী ঘাটের ৩৫০টি মাঝি পরিবার’
পকিস্তানের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ১২৬৭ কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রস্তাবের পক্ষে অর্থাৎ আঙ্গারা ও গোবিন্দের বিরুদ্ধে তেমন কোনও তথ্যপ্রমাণই দিতে পারেনি ইসলামাবাদ। সেই কারণেই আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি ও বেলজিয়াম এই প্রস্তাব আটকে দিয়েছে। তার পরেই টুইট করে এই খবর জানিয়ে এই সব দেশের প্রতিনিধিদের ধন্যবাদ জানিয়েছেন রাষ্ট্রপুঞ্জে ভারতের স্থায়ী প্রতিনিধি টি এস তিরুমুর্তি। টুইটারে তিনি লিখেছেন, ‘‘সন্ত্রাস সম্পর্কিত ১২৬৭ বিশেষ পদ্ধতিকে পাকিস্তান নির্লজ্জ ভাবে রাজনীতিকরণ করতে ও ধর্মীয় রং দিতে চেয়েছিল। পরিষদের যে সব সদস্য এই প্রস্তাবকে আটকে দিয়েছেন, তাঁদের সবাইকে ধন্যবাদ।’’