বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার জের, বিদ্যুৎ দপ্তরের ইঞ্জিনিয়ারকে মারধর গ্রামবাসীদের

কালীপুজোর আগে অবৈধভাবে নেওয়ার জেরে বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন করতে গ্রামে এসেছিলেন বিহার বিদ্যুৎ পর্ষদের এক ইঞ্জিনিয়ার। এর জেরে তাঁকে বেধড়ক মারধর করল গ্রামবাসীদের একাংশ।

দ্বারভাঙা: কালীপুজোর আগে অবৈধভাবে নেওয়ার জেরে বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন করতে গ্রামে এসেছিলেন বিহার বিদ্যুৎ পর্ষদের এক ইঞ্জিনিয়ার (Electricity Engineer)। এর জেরে তাঁকে বেধড়ক মারধর করল গ্রামবাসীদের একাংশ। ঘটনাটি ঘটেছে বিহারের(Bihar) দ্বারভাঙা জেলার কামতাউল গ্রামে।

স্থানীয় সূত্রে জানা গেছে. দেওয়ালি উপলক্ষ্যে কামতাউল গ্রামের কিছু মানুষ হুকিং করে বিদ্যুতের সংযোগ নিয়েছিল। সেই খবর পেয়ে লাইন কাটতে এসেছিলেন বিদ্যুৎ পর্ষদের এক ইঞ্জিনিয়ার। তাঁকে গ্রামবাসীদের একাংশ বেধড়ক মারধর করে। এর ফলে গুরুতর জখম অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করে হওয়া হয়েছে। অন্যদিকে ওই ইঞ্জিনিয়ারকে মারধরের অভিযোগে ১০ জনের নামে অভিযোগ দায়ের করে মামলা শুরু করেছে পুলিশ।