Video: ইহুদি পড়ুয়াদের দেখে চিৎকার পাকিস্তানি গাড়ি চালকের, বললেন 'সব ইহুদিদের শেষ করে দেব'; দেখুন ভিডিয়ো

অজগর আলি নামের ওই পাকিস্তানি গাড়ি চালক গাড়ি ছুটিয়ে নিয়ে যান স্কুলের ২ পড়ুয়ার দিকে। এরপর চিৎকার শুরু করেন, 'সব ইহুদিদের শেষ করে দেব' বলে।

Pakistani Man's Hate On Jewish Student (Photo Credit: Twitter/Screen Grab)

'সব ইহুদিদের খতম করে দেব'। এভাবেই চিৎকার করতে করতে এক পাকিস্তানি (Pakistani) গাড়ি চালককে দেখা যায় ইহুদি ( Jewish) পড়ুয়াদের দিকে গাড়ি ছুটিয়ে তাঁদের ধাক্কা দেওয়ার চেষ্টা শুরু করেন। নিউ ইয়র্কের ব্রুকলিনের একটি স্কুলের বাইরে আচমকা এমন দৃশ্য দেখে অনেকেই অবাক হয়ে যান। অজগর আলি নামের ওই পাকিস্তানি গাড়ি চালক গাড়ি ছুটিয়ে নিয়ে যান স্কুলের ২ পড়ুয়ার দিকে। এরপর চিৎকার শুরু করেন, 'সব ইহুদিদের শেষ করে দেব' বলে। ওই দুই পড়ুয়া ছুটে একটি দরজার ভিতরের দিকে ঢুকে কোনওক্রমে নিজেদের প্রাণ বাঁচান। ঘটনার পরপরই পুলিশ অজগর আলি নামে ওই পাকিস্তানি গাড়ি চালককে গ্রেফতার করে। তিনি মানসিকভাবে অসুস্থ। শিগগিরই যাতে তাঁর চিকিৎসা শুরু হয়,তার জন্য অজগর আলিকে মানসিক  স্বাস্থ্য চিকিৎসাকেন্দ্রে পাঠানো হয় বলে খবর।

দেখুন ভিডিয়ো...

 

হামাস নিধনে গাজায় ইজরায়েলের হামলার পর থেকে বিশ্ব জুড়ে কার্যত ইহুদি এবং মুসলিম সম্প্রদায়ের মানুষের মধ্যে বিবাদ দানা বাঁধতে শুরু করে। কখনও আমেরিকা আবার কখনও ব্রিটেন বা জার্মানি, বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষের মধ্যে ধর্মে ধর্মে বিভেদের মাত্রা ক্রমশ বাড়তে শুরু করেছে।