Vande Metro soon: পুরী-ভুবনেশ্বর-কটক জুড়তে চলেছে বন্দে ভারত মেট্রো পথে, বড় ঘোষণা রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের
ভারতের বড় বড় শহরগুলোকে যুক্ত করা হবে বন্দে ভারত মেট্রো প্রোজেক্টের মাধ্যমে। রেলমন্ত্রীর বিশ্বাস, বন্দে মেট্রো চালু করার এই পরিকল্পনার মাধ্যমে দেশের পরিবহণ ব্যবস্থার চেহারা একেবারেই বদলে যাবে।
নয়া দিল্লি, ১৮ মেঃ বন্দে ভারত এক্সপ্রেস ঘিরে দেশবাসীর ইতিবাচক প্রতিক্রিয়ার পর থেকেই 'বন্দে ভারত মেট্রো'র পরিকল্পনা শুরু করে দিয়েছে ভারতীয় রেল। বৃহস্পতিবার উদ্বোধন হল ওড়িশার প্রথম এবং বঙ্গের দ্বিতীয় বন্দে ভারত এক্সপ্রেসের (Puri-Howrah Vande Bharat Express)। হাওয়া থেকে পুরী ৫০২ কিলোমিটার দূরত্ব অতিক্রম করবে এই এক্সপ্রেস। ১৮ মে, বৃহস্পতিবার ভিডিয়ো কনফারেন্সিংয়ের মাধ্যমে ট্রেনটির উদ্বোধন পর্ব সম্পন্ন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। হাজির ছিলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবও (Ashwini Vaishnaw)।
এদিন পুরী-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময়ে 'বন্দে ভারত মেট্রো'র প্রসঙ্গ তোলেন রেলমন্ত্রী। তিনি বলেন, পুরী-ভুবনেশ্বর-কটকে বন্দে ভারত মেট্রো চালানোর পরিকল্পনা রয়েছে কেন্দ্রর।
এর আগে একাধিকবার বন্দে ভারত মেট্রো নিয়ে কথা বলেছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী। ভারতের বড় বড় শহরগুলোকে যুক্ত করা হবে বন্দে ভারত মেট্রো প্রোজেক্টের মাধ্যমে। রেলমন্ত্রীর বিশ্বাস, ভারতে বন্দে মেট্রো চালু করার এই পরিকল্পনার মাধ্যমে দেশের পরিবহণ ব্যবস্থার চেহারা একেবারেই বদলে যাবে। যার ফলে দেশের অর্থনীতির বিকাশ দ্রুত গতিতে সম্ভব বলেই মনে করছে ভারতীয় রেল।