Uttar Pradesh: ফোনে অন্য পুরুষের সঙ্গে গল্প, দশম শ্রেণীর প্রেমিকাকে গুলিবিদ্ধ করে আত্মহত্যা প্রেমিকের
ফোনে মাঝে মধ্যেই অন্য পুরুষের সঙ্গে গল্প করত দশম শ্রেণীর প্রেমিকা। যা একেবারেই পছন্দ ছিল না তার প্রেমিকের। তা নিয়ে অশান্তি হত দুজনের মধ্যে।
ফোনে অন্য পুরুষের সঙ্গে গল্প করত প্রেমিকা। তার জেরেই প্রেমিকাকে গুলি করল প্রেমিক। তারপর নিজেকে গুলি করে আত্মহত্যা করেন তিনি। ১৬ বছরের নাবালিকা প্রেমিকা উত্তরপ্রদেশ (Uttar Pradesh) মিরাটের (Meerut) এক বেসরকারি হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছে।
পুলিশ সূত্রে খবর, ফোনে মাঝে মধ্যেই অন্য পুরুষের সঙ্গে গল্প করত দশম শ্রেণীর প্রেমিকা। যা একেবারেই পছন্দ ছিল না তার প্রেমিকের। তা নিয়ে অশান্তি হত দুজনের মধ্যে। কোন কিছুতেই প্রেমিকের বারণ না শোনায় ১৬ বছরের প্রেমিকাকে গুলি করলেন ১৮ বছরের প্রেমিক।
আরও পড়ুনঃ চলন্ত ট্রেনের সামনে মারণ ঝাঁপ, আত্মঘাতী দম্পতি
জানা যায়, প্রেমিকের নাম পবন কুমার। দুর্ঘটনার দিন রিকসা করে বাড়ি ফিরছিল মেয়েটি। এমন সময় উত্তরপ্রদেশ সোলাপুর জেলার রেলওয়ে ক্রসিংয়ের কাছে রিকসার পথ আটকায় প্রেমিক। মেয়েটিকে উদ্দেশ করে গুলি ছোড়েন তিনি। এরপর সেখানে দাঁড়িয়ে নিজেকে গুলি করে সে।
আরও পড়ুনঃ লোহার রড দিয়ে পিটিয়ে খুন উত্তরপ্রদেশের স্থানীয় সাংবাদিকের ছেলে
পুলিশ সুপার জানান, আহত নাবালিকার মুখে এসে লেগেছে গুলিটি। দ্রুত তাঁকে নিকটবর্তী সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে চিকিৎসকরা প্রাথমিকভাবে কিছু চিকিৎসা করে মিরাটের অন্য হাসপাতালে স্থানান্তর করেছে দশম শ্রেণীর আহত নাবালিকাকে।