Rishabh Pant: রেলের নজরে ঋষভ পন্তের বাড়ি, জমি দখলে তৎপর উত্তরাখণ্ড সরকার
উত্তরাখণ্ডের রুরকিতে (Uttarakhand Roorkee), রেলওয়ে প্রশাসন জমি দখলমুক্ত করার অভিযানে নিযুক্ত হয়েছে। এই অভিযানে রেলওয়ে প্রশাসন স্থানীয়দের বাড়ির বাইরে পিলার বসিয়ে জায়গা নির্দিষ্ট করে রাখছেন। প্রশাসনের এই কর্মসূচী থেকে বাদ পড়েনি তারকা ক্রিকেটর ঋষভ পন্তের (Rishabh Pant) বাড়িও। ভারতীয় ক্রিকেটরের রুরকির বাড়ির সামনে রেলওয়ে প্রশাসন পিলার বসিয়েছেন। রেল প্রশাসনের নজর থেকে রেহাই পাননি ভারতীয় ব্যাটার।
জানা যাচ্ছে, বহু বছর ধরে রুরকিতে রেলের জমি দখল করে রেখেছেন সেখানকার মানুষ। এবার নিজের জমি দখলমুক্ত করতে চেয়ে উদ্যোগী হয়েছে রেল। চার দিন আগেই এই অভিযানে নেমেছে রুরকির রেল প্রশাসন। নিজের জায়গা চিহ্নিত করতে লোকের বাড়ির সামনে পিলার দেওয়া শুরু করে রেল। বাড়ির সামনে উঁচু পিলার তুলে দেওয়ায় সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। রেলের বিরুদ্ধে প্রতীবাদে সরব হয় স্থানীয়রা। ছবি তুলে টুইটারে শেয়ার করছেন তাঁরা। ঋষভের বাড়ির ছবি তুলেও শেয়ার করেছেন বহু স্থানীয়। রেলমন্ত্রককে প্রশ্ন করেছেন, সরকার কি তাঁদের দেশের ক্রিকেটরদের এই ভাবে সম্মান করেন? রেলমন্ত্রক ছাড়াও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও ট্যাগ করা হয়েছে সেই সব পোস্টে।
উল্লেখ্য, কয়েক মাস আগেই উত্তরাখণ্ড (Uttarakhand) সরকার ঋষভ পন্তকে সে রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসডর (Uttarakhand Brand Ambassador) হিসাবে নিয়োগ করেছেন।