Char Dham Yatra 2023: চারধাম যাত্রায় যমুনোত্রীর পথে হৃদরোগে মৃত্যু ২ তীর্থযাত্রীর
চারধাম যাত্রার দ্বিতীয় দিনে হৃদরোগ প্রাণ কাড়ল দুই পুণ্যার্থীর।
দেহরাদুন, ২৪ এপ্রিলঃ প্রতি বছর লক্ষ লক্ষ তীর্থযাত্রী চারধাম যাত্রার উদ্দেশ্যে রওনা দেন। উত্তরাখণ্ডের চারধাম যাত্রা (Uttarakhand Char Dham Yatra) হিন্দু ধর্মাবলম্বী মানুষের কাছে অত্যন্ত পবিত্র মনে করা হয়। সোমবার যমুনোত্রীর পথে হৃদরোগে মৃত্যু হল দুই তীর্থযাত্রীর।
প্রতি বছরই চারধাম যাত্রার (Char Dham Yatra) পুর্বে তীর্থযাত্রীদের জন্যে প্রশাসনের পক্ষ থেকে বেশ কিছু গাইডলাইন প্রকাশ করা হয়। কিন্তু বহু ক্ষেত্রেই দেখা যায় সেই সমস্ত গাইডলাইন গুলো সঠিক ভাবে পালন করছেন না তীর্থযাত্রীরা। গাইডলাইন এড়িয়ে চলার ফলও ভুগতে হচ্ছে তাঁদের। চারধাম যাত্রার দ্বিতীয় দিনে হৃদরোগ (Heart Attack) প্রাণ কাড়ল দুই পুণ্যার্থীর।
আরও পড়ুনঃ ২৫ এপ্রিল থেকে শুরু হবে কেদারনাথ যাত্রা, তুষারপাতের মাঝেই মন্দিরে এল উৎসবের পালকি (দেখুন ভিডিও)
শনিবার, ২২ এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন শুরু হয়েছে চারধাম যাত্রা (Char Dham Yatra 2023)। চারটি স্থান নিয়ে হয় এই চারধাম যাত্রা। বদ্রীনাথ, কেদারনাথ, গঙ্গোত্রী এবং যমুনোত্রী। ২২ এপ্রিল খুলে গিয়েছে গঙ্গোত্রী এবং যমুনোত্রী ধামের মন্দির। ২৫ এপ্রিল খুলছে কেদারনাথ ধাম। এবং ২৭ এপ্রিল খুলছে বদ্রীনাথ ধাম।
প্রশাসনের তরফে তীর্থযাত্রীদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে চারধাম যাত্রা শুরুর আগে যে সমস্ত গাইডলাইন প্রকাশ করা হয় অনেক ক্ষেত্রেই দেখা যায় তীর্থযাত্রীরা তা মানছেন না। গাইডলাইনে ৫৫ বছর ঊর্ধ্ব ব্যক্তিদের সম্পূর্ণ শারীরিক পরীক্ষা নিরীক্ষা করে তবেই উত্তরাখণ্ড চারধাম যাত্রার উদ্দেশ্যে রওনা দিতে বলা হয়। কিন্তু সেই গাইডলাইন পরোয়া না করেই চারধাম যাত্রায় পা বাড়ান বহু তীর্থযাত্রী।