Uttar Pradesh: বিয়েতে ‘না’, প্রকাশ্য দিবালোকে তরুণীকে গুলি করে খুন
নিমেষে মাটিতে লুটিয়ে পড়েন তরুণী। একে একে জড়ো হতে থাকে আশেপাশের লোক। ততক্ষণে বাইক নিয়ে চম্পট দেয় অভিযুক্তরা।
লখনউ, ১৮ এপ্রিলঃ বিয়েতে মত না দেওয়ায় প্রকাশ্য দিবালোকে তরুণীকে গুলি করে খুন করার অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। সোমবার সকালে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) জালাউনের হত্যাকাণ্ডে শোরগোল পড়ে গিয়েছে।
পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত রাজু আহিরওয়ার এবং মৃতা একে অপরকে আগে থেকেই চিনতেন। ঘটনার দিন ২১ বছরের স্নাতক ছাত্রী রোশনি আহিরওয়ার কলেজ থেকে বাড়ি ফিরছিলেন। এমন সময়ে বাইকে করে দুজন রোশনিকে উদ্দেশে করে দূর থেকে গুলি ছোড়েন। নিমেষে মাটিতে লুটিয়ে পড়েন তরুণী। একে একে জড়ো হতে থাকে আশেপাশের লোক। ততক্ষণে বাইক নিয়ে চম্পট দেয় অভিযুক্তরা।
মৃতা তরুণীর বাবা মা অভিযুক্ত রাজু এবং তাঁর সঙ্গীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। তাঁদের অভিযোগের ভিত্তিতে পুলিশ গ্রেফতার করেছে রাজু এবং তাঁর সঙ্গীকে। গ্রেফতারির সময়ে এক পুলিশ কর্মীর কাছ থেকে বন্দুক ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে অভিযুক্ত। ধ্বস্তাধস্তিতে গুলি চালাতে বাধ্য হয় পুলিশ। ঘটনায় আহত হয়েছে অভিযুক্ত। হাসপাতালে চিকিৎসা চলছে তাঁর।