Uttar Pradesh Shocker: দাম্পত্য কলহের জেরে তিন মেয়েকে বিষ খাইয়ে মারল মা, গ্রেপ্তার গৃহবধূ

দাম্পত্য কলহের জের। স্বামীর সঙ্গে ঝগড়া করে তিন মেয়েকে বিষ খাইয়ে দিল গৃহবধূ (Woman Poisons 3 Daughters )। সুহওয়াল থানার ভানমলরাই গ্রামে ঘটনাটি ঘটেছে। পুলিশ ইতিমধ্যেই ওই গৃহবধূকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।

Representational Image | (Photo Credits: PTI)

গাজিপুর (উত্তর প্রদেশ), ১৬ অগাস্ট:  দাম্পত্য কলহের জের। স্বামীর সঙ্গে ঝগড়া করে তিন মেয়েকে বিষ খাইয়ে দিল গৃহবধূ (Woman Poisons 3 Daughters )। সুহওয়াল থানার ভানমলরাই গ্রামে ঘটনাটি ঘটেছে। পুলিশ ইতিমধ্যেই ওই গৃহবধূকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। আরও পড়ুন-Bijnor: প্রতিবেশীদের জাতীয় পতাকা বিলি করায় গর্দান নেওয়ার হুমকি, আতঙ্কে দিশেহারা এই ব্যক্তি

পুলিশ জানিয়েছে, স্বামীর সঙ্গে বচসা করে রাগের বশে তিন মেয়েকে বিষ খাইয়েছেন ওই মহিলা। ঘটনাস্থলেই দুই মেয়ের মৃত্যু হয়েছে। তৃতীয় জন হাসাপতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। ওই মহিলার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে পুলিশ। তারপরেই ঘাতক মহিলাকে হেফাজতে নেওয়া হয়েছে।  তিনজনের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।