Uttar Pradesh: মেয়েকে ধর্ষণের হুমকি,মাদকাসক্ত স্বামীকে খুনের অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

ঘটনার দিন রাতে একটি বিয়ের অনুষ্ঠান থেকে নেশায় মগ্ন অবস্থায় বাড়ি ফিরেছিল তাঁর স্বামী। বাড়ি এসে তাঁর উপর নির্যাতন শুরু করে। মারধর করতে থাকে কোন কারণ ছাড়াই।

প্রতীকী ছবি (Pixabay)

ঝাঁসি, ২০ ফেব্রুয়ারিঃ মাদকাসক্ত স্বামী শারীরিক নির্যাতন চালাতেন স্ত্রীয়ের উপর। স্বামীকেই পিটিয়ে খুনের অভিযোগ উঠল স্ত্রীয়ের বিরুদ্ধে। মেয়ের সঙ্গে মিলে স্বামীকে খুন করেলেন স্ত্রী।

আরও পড়ুনঃ প্রিয় পোষ্যকে বাঁচাতে গিয়ে রক্তাক্ত মালিক, নির্মম পরিণতি ব্যক্তির

পুলিশি জেরায় অভিযুক্ত স্ত্রী জানিয়েছেন, তাঁর স্বামী পেশায় শ্রমিকের কাজ করেতেন। কাজের জন্যে পানিপথে একাই থাকতেন তিনি। দিন কয়েক আগে ছুটি নিয়ে বাড়িতে এসেছিলেন। মৃতের স্ত্রী আরও জানিয়েছেন, ঘটনার দিন রাতে একটি বিয়ের অনুষ্ঠান থেকে নেশায় মগ্ন অবস্থায় বাড়ি ফিরেছিল তাঁর স্বামী। বাড়ি এসে তাঁর উপর নির্যাতন শুরু করে। মারধর করতে থাকে কোন কারণ ছাড়াই। মেয়ে যখন বাবাকে আটকাতে যায় তখন নিজের মেয়েকেই ধর্ষণের হুমকি দেয় সে।

আরও পড়ুনঃ শ্যালিকার সঙ্গে ত্রিকোণ প্রেম, বিয়ে করতে চেয়ে পথের কাঁটা স্ত্রীকে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে

রাগে ক্ষোভে ফেটে পড়েন স্ত্রী। মেয়েকে ধর্ষণের হুমকি প্রচণ্ড ক্ষিপ্ত করেছিল তাঁকে। মেয়ের সঙ্গে পরামর্শ করেই স্বামীকে খুন করেন তিনি। লাঠি দিয়ে পিঠিয়ে স্বামীকে হত্যা করার অভিযোগ উঠেছে স্ত্রীয়ের বিরুদ্ধে। মৃতদেহ ময়নাতদন্তের জন্যে পাঠানো হয়েছে। ঘটনার বিশদে তদন্ত চালাচ্ছে পুলিশ।