Uttar Pradesh: পুত্রসন্তানের আকাঙ্ক্ষা, স্ত্রী তৃতীয়বার কন্যাসন্তানের জন্ম দেওয়ায় বাবার হাতে নির্মম পরিণতি দুধের শিশুর

অন্তঃসত্ত্বা হওয়ার পর থেকেই স্বামী তাঁকে হুমকি দিতেন। পুত্র সন্তানের জন্ম না দিলে তাঁকে বিবাহবিচ্ছেদ দেবেন। হাসপাতালের মধ্যেই কন্যা সন্তানকে তুলে মেঝেতে সপাটে আছাড় মারেন বাবা।

প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

পিলিভিট, ২ জুনঃ পুত্রসন্তান না হওয়ার ক্ষোভ, নিজের দুই দিনের কন্যা সন্তানকে আছাড় মেরে খুন করল বাবা। হাসপাতালে স্ত্রী তৃতীয়বার কন্যা সন্তানের জন্ম দিয়েছেন শুনে একেবারেই খুশি হলেন না বাবা। নবজাতকে শিশুকে কোলে পর্যন্ত নিতে অস্বীকার করেন তিনি। এরপর হাসপাতালের মধ্যেই কন্যা সন্তানকে তুলে মেঝেতে সপাটে আছাড় মারেন তিনি। সঙ্গে সঙ্গে মৃত্যু হয় দুই দিনের সদ্যজাত শিশুর।

স্বামী মোহম্মদ ফারহানের (৩৭) বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ করেন স্ত্রী শাবু বেগম (৩৩)। তিনি অভিযোগে জানান, অন্তঃসত্ত্বা হওয়ার পর থেকেই স্বামী তাঁকে হুমকি দিতেন। পুত্র সন্তানের জন্ম না দিলে তাঁকে বিবাহবিচ্ছেদ দেবেন। সোমবার যখন তিনি কন্যা সন্তানের জন্ম দিলেন তা শুনে ভীষণই ক্ষুদ্ধ হন স্বামী। বুধবার মেয়েকে কোলে নিয়ে মেঝেতে জোরে আছাড় মারেন এবং তখনই মৃত্যু হয় দুধের শিশুর।

পাঁচ বছর আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন মোহম্মদ ফারহান এবং শাবু বেগম। দুই মেয়ে নিয়ে উত্তরপ্রদেশ (Uttar Pradesh) সিরশা গ্রামে পূরণপুর কোতায়ালী থানার অন্তর্গত এলাকায় থাকতেন দম্পতি। পুত্রসন্তানের আশায় অন্তঃসত্ত্বা হওয়ার পর থেকেই স্বামী তাঁকে মারধর করতেন। ছেলে না হলে 'তালাক' দেওয়ার হুমকিও দিতেন স্ত্রীকে। জামাইয়ের হাতে মেয়ের অত্যাচারের কথা পুলিশের কাছেও জানায় শাবুর মা। কিন্তু কোন লাভ হয় না। পুলিশ কোন এফআইআর দায়ের না করে উলটে শাবুকে বোঝান তিনি যেন স্বামীর সঙ্গে মানিয়ে নিয়ে থাকেন।

বুধবার সদ্যজাত সন্তানকে এমন নির্মমভাবে খুন করার অভিযোগে স্বামীর বিরুদ্ধে  সরব হন শাবু। অভিযুক্ত স্বামীর উপযুক্ত শাস্তির দাবি জানিয়ে থানার দারস্ত হয়েছেন তিনি।