Uttar Pradesh: মায়ের মৃত্যুর পর বিমার টাকা কার, তিন ভাইয়ের মারমারিতে প্রাণ গেল ১ জনের

বৃদ্ধার মৃত্যুর পর তার বিমার ২ লক্ষ টাকা দিন কয়েক আগেই বড় ছেলে রাজ বাহাদুরের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকে। টাকা কে নেবে! বৃহস্পতিবার রাতে তিন ভাইয়ের মধ্যে তা নিয়ে শুরু হয় তুমুল অশান্তি।

Photo Credit: Twitter@DailyhuntApp

উন্নাও, ১৫ সেপ্টেম্বরঃ তিন ভাইয়ের মধ্যে মারামারির জেরে প্রাণ গেল ছোট জনের। উত্তরপ্রদেশ (Uttar Pradesh) উন্নাওয়ের পশ্চিম তোলা এলাকার ঘটনায় চাঞ্চল্য। মায়ের মৃত্যুর পর তার বিমার টাকা কে নেবে সেই নিয়ে বিবাদ বাধে তিন ভাইয়ের মধ্যে। একে অপরকে লাঠি পেটা করতে ছাড়েনি তারা। মারধরের মাঝেই ছোট জন গুরুতর জখম হন। হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। চিকিৎসা চলাকালীন মৃত্যু হয়েছে বছর পঁয়তাল্লিশের রাম আশরের।

আরও পড়ুনঃ নিউ ইয়র্কে লম্বা ছুটি কাটিয়ে শহরে রণবীর-আলিয়া, দম্পতির এয়ারপোর্ট লুকে প্রশংসার বন্যা

ঘটনার তদন্তে পুলিশ জানতে পারে, নয় মাস আগে এক পথ দুর্ঘটনায় তিন ছেলের মা রমরানি দেবীর মৃত্যু হয়। বৃদ্ধার মৃত্যুর পর তার বিমার ২ লক্ষ টাকা দিন কয়েক আগেই বড় ছেলে রাজ বাহাদুরের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকে। টাকা কে নেবে! বৃহস্পতিবার রাতে তিন ভাইয়ের মধ্যে তা নিয়ে শুরু হয় তুমুল অশান্তি। যার পরিণতি ছোট ভাইয়ের মৃত্যু। মৃতের পরিবারের তরফে দুই দাদার বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করা হয়েছে।



@endif