Uttar Pradesh: ধর্ষণের মামলা তুলতে অস্বীকার, জেল থেকে ছাড়া পেয়ে দিনের আলোয় তরুণীকে কুপিয়ে খুন দুই ভাইয়ের

বছর তিনেক আগে ওই তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছিল পবনের বিরুদ্ধে। সেই সময়ে তরুণী নাবালিকা ছিল। পবনের বিরুদ্ধে থানায় ধর্ষণের মামলা দায়ের করেছিল নির্যাতিতার পরিবার। সেই মামলা তুলে নিয়ে অস্বীকার করার নির্মম পরিণতি।

Uttar Pradesh Murder (Photo Credits: X)

কৌশম্বী, ২১ নভেম্বরঃ যোগী রাজ্যে আবারও প্রশ্নের মুখে নারী সুরক্ষা। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) কৌশম্বী জেলায় প্রকাশ্য দিবালোকে এক তরুণীকে কোদাল দিয়ে কুপিয়ে খুন করার অভিযোগ উঠেছে দুই ভাইয়ের বিরুদ্ধে। কৌশম্বীর ধেহরা গ্রামের ঘটনায় শিহরিত গ্রামবাসী।

পুলিশ সূত্রে খবর, খুনের ঘটনার দিন কয়েক আগেই জেল থেকে ছাড়া পেয়েছিল দুই ভাই, অশোক নিশাদ এবং পবন নিশাদ। বছর তিনেক আগে মৃত তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছিল পবনের বিরুদ্ধে। সেই সময়ে তরুণী নাবালিকা ছিল। পবনের বিরুদ্ধে থানায় ধর্ষণের মামলা দায়ের করেছিল নির্যাতিতার পরিবার। সেই মামলা তুলে নেওয়ার জন্যে একাধিকবার হয়রানি, হেনস্থার শিকার হতে হয়েছিল ওই তরুণীকে। মামলা না তলায় হাজতবাস হয় পবনের। অন্যদিকে পবনের ভাই অশোক একটি খুনের ঘটনায় জেলবন্দী ছিলেন। তরুণীর খুনের দিন কয়েক আগেই জেল থেকে ছাড়া পেয়েছিল দুই ভাই।

ঘটনাস্থলে মৃতদেহ ঘিরে পুলিশ... 

জেল থেকে জামিনে মুক্তি পেয়ে পবন এবং অশোক পরিকল্পনা করে তরুণীকে ধর্ষণের মামলা তুলে নেওয়ার জন্যে বাধ্য করবেন। কিন্তু মামলা তুলে নিতে অস্বীকার করেন নির্যাতিতা। এরপরে ঘটনার দিন মাঠে গরু চড়িয়ে বাড়ি ফেরার পথে ধারালো অস্ত্র দিয়ে তরুণীর উপর হামলা করে। একের পর এক কোপ চালাতে থাকে দুই ভাই। কৌশম্বী পুলিশ সুপার জানিয়েছেন, তরুণীর দেহ ময়নাতদন্তের জন্যে পাঠানো হয়েছে। অভিযুক্ত দুই ভাই পলাতক। খোঁজ চলছে তাদের।



@endif