Uttar Pradesh: দুই মেয়েকে নিয়ে আত্মঘাতী মহিলা, রহস্যের সন্ধানে পুলিশ

ওই গ্রামেরই এক যুবকের সঙ্গে সম্পর্ক ছিল মহিলার ছোট মেয়ের। কিন্তু গত ২৪ জুলাই ওই যুবক আত্মঘাতী হন। প্রেমিকের মৃত্যুর পর একাধিকবার নিজে আত্মহত্যা করার চেষ্টা করেছে সে।

প্রতীকী ছবি (Photo Credits: IANS)

ইটা, ৩০ জুলাইঃ দুই মেয়েকে নিয়ে আত্মঘাতী হলেন মহিলা। বাড়িতে গলায় দড়ি দিয়ে ঝুলে পড়লেন মা এবং দুই মেয়ে। শনিবার উত্তরপ্রদেশের (Uttar Pradesh) ইটা জেলার নিধাউলি কলন এলাকায় পরিবারের ৩ সদস্যের আত্মহত্যার ঘটনায় শোরগোল ছড়িয়েছে গোটা গ্রামে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। ইটা পুলিশ সুপার রাজেশ কুমার সিংহ জানিয়েছেন, পারিবারিক অশান্তির কারণে দুই মেয়েকে নিয়ে আত্মঘাতী হয়েছেন বছর ৩৫ এর মহিলা।

আরও পড়ুনঃ আগ্রায় মেয়েদের বাথরুমে গোপন ক্যামেরা, মহিলা কর্মীর অসভ্যতায় মাথায় হাত পুলিশের

স্থানীয় বাসিন্দা সূত্রে খবর, ওই গ্রামেরই এক যুবকের সঙ্গে সম্পর্ক ছিল মহিলার ছোট মেয়ের। কিন্তু গত ২৪ জুলাই ওই যুবক আত্মঘাতী হন। প্রেমিকের মৃত্যুর পর একাধিকবার নিজে আত্মহত্যা করার চেষ্টা করেছে সে। কিন্তু প্রতিবারই মা এবং দিদি তাঁকে বাধা দিয়েছে। মহিলার স্বামী কাজের সূত্রে থাকেন গাজিয়াবাদে। দুই মেয়েকে নিয়ে ইটাতে মহিলা একাই থাকতেন। মেয়ের আত্মহত্যা প্রবণতার কথা জানতে পেরে ফোনে স্ত্রীর সঙ্গে ব্যপক অশান্তি করেন ব্যক্তি।

স্বামীর সঙ্গে অশান্তির পরেই আত্মহত্যার সিদ্ধান্ত নেন মহিলা। গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হন তিনি। মাকে আত্মহত্যা করতে দেখে দুই মেয়েও সেই পথে পা বাড়ায়। তিন জনের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ইটা পুলিশ সুপার।