Uttar Pradesh: বাবা-মেয়ের সঙ্গে ঝগড়া করে মামারবাড়ি যাওয়ার পথে ধর্ষণ নাবালিকা

প্রতীকী ছবি (Photo Credits: File Photos)

Uttar Pradesh: বাবা-মায়ের সঙ্গে অশান্তি হওয়ায় নাবালিকা মেয়ে রাগ করে বাড়ি থেকে বেরিয়ে যায়। রওনা দেয় মামারবাড়ির উদ্দেশ্যে। ঝাঁসি থেকে সে ট্রেনে ওঠে মহোবায় দাদু-দিদার কাছে যাওয়ার জন্যে। কিন্তু ট্রেনে উঠতেই নির্মম পরিণতি হয় ওই নাবালিকার। এক রেলকর্মীর দ্বারা ট্রেনের মধ্যে ধর্ষণ হতে হয়েছে ঝাঁসির নাবালিকাকে।

আরও পড়ুনঃ  লখিমপুর খেরিতে ৫ বছরের শিশুর উপর যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেফতার আত্মীয়

গত ১৫ জানুয়ারি ঝাঁসি থেকে মহোবা যাওয়ার জন্যে স্টেশনে আসে নাবালিকা। ভুল বশত মহোবার ট্রেনে ওঠার বদলে সে উঠে পড়ে ইটাওয়ার ট্রেনে। রাতে যখন ট্রেন ইটাওয়া পৌঁছায় সব যাত্রী নেমে যায়। ফাঁকা ট্রেনের এক কোনে বসে থাকে ওই নাবালিকা। এমন সময় ট্রেন পরিষ্কার করতে আসা এক রেলকর্মীর চোখে পড়ে যায় সে। নাবালিকাকে একা পেয়ে ট্রেনের মধ্যে তাঁকে ধর্ষণ করে ওই রেলকর্মী।

আরও পড়ুনঃ শ্যালিকাকে ধর্ষনের চেষ্টা, দেহ পুড়িয়ে প্রমাণ লোপাট, পলাতক জামাইবাবু

পরের দিন সকালে এক অপরিচিত ব্যক্তির ফোন থেকে বাড়িতে ফোন করে সবটা জানায় সে। ইটাওয়াতে এসে তাঁকে উদ্ধার করে নিয়ে যায় তাঁর বাবা-মা। খবর দেওয়া হয় পুলিশকে। এরপর ইটাওয়া পুলিশ রাজ কাপুর জাদভ নামে ওই রেলকর্মীকে গ্রেফতার করেছে। পুলিশের জেরার মুখে নিজের অপরাধ স্বীকার করেছেন অভিযুক্ত।