Uttar Pradesh: বিয়ের অনুষ্ঠানের মাঝেই নাবালিকাকে ধর্ষণের অভিযোগ

ধূমধাম করে চলছিল বিয়ের অনুষ্ঠান। তারই মাঝে নাবালিকাকে ধর্ষণ করে পালায় এক ব্যক্তি। এরপর পরিবারের কাছে সবটা জানায় নির্যাতিতা। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। নির্যাতিতার পরিবার পুলিশের কাছে গিয়ে ধর্ষণের অভিযোগ জানায়।

প্রতীকী ছবি (Photo Credits: File Photo)

আলিগড়, ১২ ফেব্রুয়ারিঃ উত্তরপ্রদেশের আলিগড়ে (Uttar Pradesh, Aligarh) পরিবারের সঙ্গে বিয়ের নিমন্ত্রণে এসেছিল ১২ বছরের ফুটফুটে এক কিশোরী। কিন্তু সেই বিয়ে বাড়িতে আসাই তাঁর কাল হল। শকুনের নজর পড়ল তাঁর উপর। তাঁকে ছিঁড়ে খেল শকুনে। বিয়ে বাড়িতে লোক চক্ষুর আড়ালে নিয়ে গিয়ে ১২ বছরের কিশোরীকে ধর্ষণ করল এক ব্যক্তি।

আরও পড়ুনঃ  উত্তরপ্রদেশে মাথাচাড়া দিচ্ছে হামের প্রকোপ, আক্রান্ত বহু পড়ুয়া

উত্তরপ্রদেশ (Uttar Pradesh) আলিগড় জেলার মহুয়াখেরা থানার অন্তর্গত এক ব্যাঙ্কোয়েটে ধূমধাম করে চলছিল বিয়ের অনুষ্ঠান। তারই মাঝে নাবালিকাকে ধর্ষণ করে পালায় এক ব্যক্তি। এরপর পরিবারের কাছে সবটা জানায় নির্যাতিতা। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। নির্যাতিতার পরিবার পুলিশের কাছে গিয়ে ধর্ষণের অভিযোগ জানায়।

আরও পড়ুনঃ বন্ধুত্বের নৃশংস পরিচয়, মদের নেশা করিয়ে পিটিয়ে খুনের অভিযোগ

বিষয়টির তদন্ত শুরু করে মহুয়াখেরা থানার পুলিশ। পুলিশের দুটি টিম গঠন করে খোঁজ চলছে অভিযুক্তের। অভিযুক্তের বিরুদ্ধে ৩৭৬ (ধর্ষণ) এর মামলা দায়ের করা হয়েছে। পুলিশ হন্যে হয়ে খুঁজছে অভিযুক্তকে।