Uttar Pradesh: টয়লেট ক্লিনার খেয়ে মৃত্যু ডাক্তারি পড়ুয়ার, আত্মহত্যা নাকি খুন তদন্তে পুলিশ
গত ১৭ জুন বান্ধবীকে কানপুরের লালা লাজপত রায় হাসপাতালে ভর্তি করান তাঁর দুই বন্ধু। সেখানেই মৃত্যু হয়েছে ২৩ বছরের তরুণীর।
কানপুর, ২২ জুনঃ টয়লেট ক্লিনার খেয়ে আত্মঘাতী ডাক্তারি পড়ুয়া ছাত্রী। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) কানপুরের (Kanpur) গণেশ শঙ্কর বিদ্যার্থী মেমোরিয়াল মেডিকেল কলেজের ওই ছাত্রীর মৃত্যু হয়েছে হাসপাতালে। গত ১৭ জুন বান্ধবীকে কানপুরের লালা লাজপত রায় হাসপাতালে ভর্তি করান তাঁর দুই বন্ধু। সেখানেই মৃত্যু হয়েছে ২৩ বছরের তরুণীর।
আরও পড়ুনঃ মেয়েকে ধর্মান্তরিত করে হিজাব পরার চাপ, অভিযোগ বাবার
পুলিশ সূত্রে খবর, কানপুরের গণেশ শঙ্কর বিদ্যার্থী মেমোরিয়াল মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের পড়ুয়া ছিলেন ওই মৃত ছাত্রী। কলেজ থেকে ছাত্রীকে থাকার জন্যে হোস্টেল দেওয়া হলেও সেই হোস্টেলে থাকতেন না তিনি। কলেজের কাছেই বাড়ি ভাড়া নিয়ে থাকতেন। বাড়িতে না জানিয়েই ভাড়া বাড়িতে থাকছিলেন তিনি। মেয়ের হাসপাতালে ভর্তি হওয়ার পর বিষয়টি জানতে পারে পরিবার।
অন্যদিকে পুলিশ আরও জানান, বান্ধবীকে হাসপাতালে ভর্তি করে রহস্যজনকভাবে উধাও হয়ে যান ওই দুই যুবক। জিজ্ঞাসাবাদের জন্যে তাঁদের তল্লাশি চালাচ্ছে পুলিশ। মৃত তরুণীর দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্যে। তরুণীর মৃত্যুর পিছনের প্রকৃত কারণ আত্মহত্যা নাকি খুন তা খতিয়ে দেখছে পুলিশ।