Uttar Pradesh: জন্মের ভুয়ো প্রমাণপত্র দেখিয়ে চাকরি সরকারি কর্মচারীর, অবসরের পর ফাঁস তথ্য

জাল নথি ব্যবহার করে ৩০ বছরের চাকরি জীবন কাটিয়ে বিগত ২ বছর আগে অবসর নিয়েছেন তিনি। অবসরের দুবছর পর প্রাক্তন কর্মীর বিরুদ্ধে জালি নথি ব্যবহার করে চাকরির অভিযোগ উঠেছে।

প্রতীকী ছবি (Photo Credits: File Photo)

মুজাফফরনগর, ২০ অক্টোবরঃ জালি জন্ম প্রমাণপত্র ব্যবহার করে ৩১ বছর ধরে সরকারি কর্মচারী হিসাবে কাজ করে গিয়েছেন উত্তরপ্রদেশ (Uttar Pradesh) মুজাফফরনগরের এক ব্যক্তি। উত্তরপ্রদেশের সড়ক পরিবহন কর্পোরেশনের সরকারি বাস চালক হিসাবে কাজ করতেন ৬২ বছরের সুধির কুমার। জাল নথি (Fake Document) ব্যবহার করে ৩০ বছরের চাকরি জীবন কাটিয়ে বিগত ২ বছর আগে অবসর নিয়েছেন তিনি। অবসরের দুবছর পর প্রাক্তন কর্মীর বিরুদ্ধে জালি নথি ব্যবহার করে চাকরির অভিযোগ উঠেছে। এই মর্মে স্থানীয় আদালত পুলিশকে মামলা নথিভুক্ত করার নির্দেশ দিয়েছে।

মুজাফফরনগরের আলাওয়াল নিবাসী অবসরপ্রাপ্ত ওই সরকারি কর্মী সুধির কুমারের বিরুদ্ধে তাঁরই এক পরিচিত ব্যক্তি থানায় জালি জন্ম প্রমাণপত্র (Fake Birth Certificate) ব্যবহার করে চাকরির অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি জানান, সুধির প্রথম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত যে জন্মপ্রমাণ পত্র ব্যবহার করেছেন তা ভুয়ো। যেখানে তাঁর জন্ম তারিখ লেখা রয়েছে ১৫ অগাস্ট ১৯৬৫। কিন্তু আদতে তা ১৫ অগাস্ট ১৯৬১। উত্তরপ্রদেশের সড়ক পরিবহন কর্পোরেশনে চাকির জন্যে একটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে সুধির ওই ভুয়ো জন্মপ্রমাণপত্র জোগাড় করেছিলেন বলে অভিযোগ।

জন্মের জাল প্রমাণপত্র দেখিয়ে উত্তরপ্রদেশের সড়ক পরিবহন কর্পোরেশনের সরকারি বাস চালক হিসাবে চাকরি করে গিয়েছেন সুধির কুমার। আদালতের নির্দেশ মেনে দণ্ডবিধির অধীনে ৪২০ (প্রতারণা), ৪৬৭ (জালিয়াতি), ৪৬৮ (প্রতারণার উদ্দেশ্যে জালিয়াতি), ৪৭১ ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন এক পুলিশ আধিকারিক। অভিযোগ দায়ের হলেও এখনও গ্রেফতার করা হয়নি কাউকে। অভিযোগের তদন্ত চালাচ্ছে পুলিশ।



@endif