Uttar Pradesh: শ্যালিকার সঙ্গে ত্রিকোণ প্রেম, বিয়ে করতে চেয়ে পথের কাঁটা স্ত্রীকে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে

দিদি পথের মাঝে না থকালে তবেই জামাইবাবুকে বিয়ে করবেন, শ্যালিকার এমন শর্ত পূরণ করতে গিয়ে স্ত্রীকে খুন। গ্রেফতার অভিযুক্ত ফারুক আলম।

Representative Image (Photo Credit: Pixabay)

বরেলি, ১৯ ফেব্রুয়ারিঃ শ্যালিকার সঙ্গে ত্রিকোণ প্রেমের সম্পর্ক (Love Affiar)। পথের কাঁটা হিসাবে স্ত্রীকে সরিয়ে ফেললেন স্বামী। প্রেম দিবসের দিনেই স্ত্রীকে খুন করলেন ফারুক আলম।

শ্যালিকাকে বিয়ে করার জন্যে স্ত্রীকে শেষ করে দিলেন উত্তরপ্রদেশ (Uttar Pradesh) বরেলির বাসিন্দা ফারুক আলক। খুনের পর পুলিশকে বিভ্রান্ত করতে বাড়িতে দুষ্কৃতী হানার মিথ্যা অভিযোগ তোলেন। পুলিশের কাছে গিয়ে জানান, দিয়ে টাকা, গয়না চুরি করে তাঁর স্ত্রীকে খুন করেছে দুষ্কৃতীরা। তদন্তে নেমে অন্য কিছুই জানতে পারেন পুলিশ। দীর্ঘ দিন ধরেই স্ত্রী নাসরিন বেগমকে (২৮) খুনের পরিকল্পনা করছিল ফারুক। বিভিন্ন রকম সিনেমা দেখতেন খুনের পরিকল্পনার জন্যে। শেষমেশ ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনস ডের (Valentine's Day 2023)) দিন কফিনে পেরেক পুঁতেই ফেললেন। বাড়িতেই শ্বাসরোধ করে খুন করলেন স্ত্রীকে। এরপর নিজেকে অ্যানাসথেশিয়ার ইঞ্জেকশন দিয়ে ব্লাডে দিয়ে হাত কেটে পুলিশের কাছে যান ফারুক।

আরও পড়ুনঃ ভিডিয়ো কলে গোপনাঙ্গ দেখানো, অশ্লীল ভিডিয়ো পাঠানোর জেরে গ্রেফতার ডেলিভরি বয়

নিজের স্ত্রীকে খুন করে পুলিশের কাছে গিয়ে ফারুক জানায়, তাঁদের বাড়িতে দুষ্কৃতীরা হামলা করেছে। তাঁর স্ত্রীকে খুন করে বাড়ি থেকে টাকা সোনার গয়না নিয়ে পালিয়ে গিয়েছে দুষ্কৃতীরা। এদিকে আগে থেকেই বাড়ির টাকা, সোনা সরিয়ে রেখেছিলেন তিনি। তবে ফারুকের কথা পুরোপুরি বিশ্বাসযোগ্য মনে হয়নি পুলিশের। শুরু থেকেই পুলিশের নজরে ছিলেন ফারুক। মৃতদেহ ময়নাতদন্তের রিপোর্টে দেখা যায়, শ্বাসরোধেই নাসরিন বেগমের মৃত্যু হয়েছে। মৃত্যু তদন্তের রহস্য ভেদ করে পুলিশ জানতে পেরেছে, নাসরিন বেগমের বোনের সঙ্গে গোপনে প্রেমের সম্পর্ক তৈরি হয় অভিযুক্ত ফারুকের। দিদি পথের মাঝে না থকালে তবেই জামাইবাবুকে বিয়ে করবেন, শ্যালিকার এমন শর্ত পূরণ করতে গিয়ে স্ত্রীকে খুন। গ্রেফতার অভিযুক্ত ফারুক আলম।