Uttar Pradesh: মায়ের সঙ্গে অবৈধ সম্পর্ক! বাবার হাতে খুন ছেলে
ছেলেকে খুনের অভিযোগ দায়ের করেছেন অভিযুক্তের স্ত্রী। ৫ মার্চ ঘটনার পর থেকেই নিরুদ্দেশ ছিলেন শাহিদ। অবশেষ পুলিশের কাছে ধরা পড়েছেন অভিযুক্ত।
বিজনুর, ২ এপ্রিলঃ নিজের ছেলেকেই ছুরি দিয়ে কুপিয়ে খুন করলেন বাবা। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বিজনুর জেলায় ঘটেছে এমন ঘটনা। বাবার হাতে খুন হল ছেলে। ঘটনায় শিহরিত পাড়া প্রতিবেশী।
খুনের ঘটনা প্রসঙ্গে পুলিশ জানিয়েছে, অভিযুক্ত বাবা শাহিদ আহমেদ (৪৫) তাঁর ২২ বছরের ছেলে মোহম্মদ গুলফমকে ছুরি দিয়ে কুপিয়ে খুন করেন। গত ৫ মার্চ ঘটেছে সেই খুনের ঘটনা। বিজনুর থানার পুলিশ সুপার জানান, ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় অভিযুক্তের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করা হয়েছে। ছেলেকে খুনের অভিযোগ দায়ের করেছেন অভিযুক্তের স্ত্রী। ৫ মার্চ ঘটনার পর থেকেই নিরুদ্দেশ ছিলেন শাহিদ। অবশেষ পুলিশের কাছে ধরা পড়েছেন অভিযুক্ত।
আরও পড়ুনঃ মর্মান্তিক মৃত্যু, মাদকাসক্ত বাবার মার থেকে বাঁচতে পথকুকুরের কবলে কিশোর
পুলিশি জিজ্ঞাসাবাসে অভিযুক্ত নিজের অপরাধ স্বীকার করেন। এবং জানান, তাঁর ছেলে এবং স্ত্রীয়ের মধ্যে অবৈধ সম্পর্ক ছিল। যা নিয়ে বাড়িতে হামেশাই অশান্তি হত। সেই রাগে, ক্ষোভেই ছেলেকে খুন করেছে সে।
খুনের ঘটনায় ব্যবহৃত ছুরি উদ্ধার করেছে পুলিশ। অভিযুক্ত শাহিদ রয়েছেন পুলিশি হেফাজতে।