Uttar Pradesh: অবৈধ সম্পর্ক সন্দেহে স্ত্রীর দেহ টুকরো করলেন স্বামীর, জামাইয়ের বিরুদ্ধে অভিযোগ শ্বশুরের

প্রতীকী ছবি (Photo Credits: PTI)

গোন্ডা, ১০ এপ্রিলঃ স্ত্রীর অত্যত্র অবৈধ সম্পর্ক রয়েছে সন্দেহের জেরে তাঁকে খুন করলেন স্বামী। রবিবার স্ত্রীর সঙ্গে সেই নিয়ে তুমুল অশান্তি করেন ৪০ বছরের অভিযুক্ত। বচসার মাঝেই শ্বাসরোধ করে স্ত্রীকে খুন করে মৃতদেহ টুকরো টুকরো করে প্রমাণ লোপাটের চেষ্টা এবং সেই সঙ্গে গ্রাম ছেড়ে পালিয়ে যেতে চেয়েছিলেন। কিন্তু সেই উদ্দেশ্য সফল হল না।

উত্তরপ্রদেশ (Uttar Pradeshh) গোন্ডার নিবাসী অভিযুক্ত স্বামী তাঁর স্ত্রীকে খুন করে গ্রাম ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টাও করেন। কিন্তু গ্রামবাসীর কাছে ধরা পড়েন তিনি। গ্রামবাসীই তাঁকে পুলিশের কাছে নিয়ে যায়। এরপর মৃতার বাবা জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন।

পুলিশ সূত্রে খবর, ২০০৭ সালে বিবাহ হয়েছিল দম্পতির। তাঁদের দুই সন্তানও রয়েছে। এক জনের বয়স ১০ এবং অপর জনের বয়স ৫। ছয় মাস আগেই শহরে চাকরি পেয়েছিলেন অভিযুক্ত। ফলে নিত্য ৭০ কিলোমিটার যাতায়াত করতেন তিনি। সেই সকালে বাড়ি থেকে বেরিয়ে যেতেন আর ফিরতেন রাতে।

এরই মাঝে অভিযুক্তের স্ত্রীর এক গ্রামবাসীর সঙ্গে বন্ধুত্ব হয়। স্বামী সারাদিন বাড়ি না থাকায় বন্ধুর সঙ্গে মাঝে মধেই সময় কাটাতেন মৃতা। স্ত্রীর অন্য পুরুষের সঙ্গে বন্ধুত্ব পছন্দ ছিল না তাঁর। ফলে স্ত্রীকে বহুবার বারণ করেছিলেন সেই বন্ধুর সঙ্গে মেলামেশা করতে। সেই বন্ধুকে নিয়ে সন্দেহের জেরেই বচসার মাঝে স্ত্রীকে শ্বাসরোগ করে খুন এবং দেহ টুকরো করে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন অভিযুক্ত স্বামী। কিন্তু মৃতার বাবার অভিযোগের ভিত্তিতে পুলিশ গ্রেফতার করেছেন স্বামীকে।