Uttar Pradesh: গোয়ালঘরে আগুন, গবাদি পশুদের বাঁচাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু মা-ছেলের

৬৫ বছরের কৌশল্যা দেবী মশা তাড়ানোর জন্যে গোয়ালের মধ্যে বাড়ির কিছু আবর্জনা জ্বালিয়েছিলেন। আগুনের ধোঁয়ায় মশা দূর করতে গিয়ে প্রাণ খোয়ালেন মা-ছেলে।

প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

মহারাজগঞ্জ, ১৪ এপ্রিলঃ গরুর গোয়ালে আগুন, গবাদি পশুদের বাঁচাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল মা এবং ছেলের। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) ভুসি অম্বা গ্রামে। বৃহস্পতিবার ৬৫ বছরের কৌশল্যা দেবী মশা তাড়ানোর জন্যে গোয়ালের মধ্যে বাড়ির কিছু আবর্জনা জ্বালিয়েছিলেন। আগুনের ধোঁয়ায় মশা দূর করতে গিয়ে প্রাণ খোয়ালেন মা-ছেলে।

সেই আগুন থেকে জ্বলে ওঠে গোটা গোয়াল ঘর। গোয়ালের মধ্যে আগুন লেগে যেতেই চিৎকার শুরু করেন কৌশল্যা দেবী। মায়ের চিৎকারে ছুটে আসেন ছেলে রাম আশিস। গবাদি পশুদের বাঁচাতে মা এবং ছেলে মিলে জ্বলন্ত গোয়ালের মধ্যে ঢুকে পড়েন।

চোখের নিমেষে আগুন সাংঘাতিক ভাবে ছড়িয়ে পড়ে গোটা গোয়াল ঘরে। জ্বলন্ত গোয়াল ভেঙে পড়ে কৌশল্যা এবং রামের উপরেই। অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় ৬৫ বছরের কৌশল্যা দেবী এবং ৩৫ বছরের রামের। আগুন লাগার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। ততক্ষণে গ্রামবাসী আগুন লিভিয়ে ফেলেছে। পুলিশ পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে পাঠায়।