Uttar Pradesh: 'বাঁচতে চাইনা', ফেসবুক লাইভে এসে গুলি করে আত্মঘাতী উত্তরপ্রদেশের ব্যবসায়ী

ফেসবুক লাইভ চালিয়ে নিজের মৃত্যুর কারণ ব্যক্ত করলেন তিনি। এরপর বন্দুর তুলে মাথায় তাক করে চালিয়ে দিলেন গুলি। দুর্বিষহ ভিডিয়ো ঘুরছে নেটমাধ্যমে।

প্রতীকী ছবি (Photo Credits: File Photo)

লখনউ,  ২ ফেব্রুয়ারিঃ  ফেসবুক লাইভে এসে নিজেকে গুলি করে আত্মঘাতী উত্তরপ্রদেশ (Uttar Pradesh) বালিয়ার এক ব্যবসায়ী। জানা গিয়েছে, আত্মঘাতী ওই ব্যবসায়ীর নাম নন্দ লাল গুপ্ত। বয়স ৪৫। ফেসবুক লাইভ (Facebook Live) চালিয়ে নিজের মৃত্যুর কারণ ব্যক্ত করলেন তিনি। এরপর বন্দুর তুলে মাথায় তাক করে চালিয়ে দিলেন গুলি। দুর্বিষহ ভিডিয়ো ঘুরছে নেটমাধ্যমে।

আরও পড়ুনঃ রাত করে বাড়ি ফেরায় স্বামীর মুখে অ্যাসিড ছুঁড়লেন স্ত্রী

এদিন ফেসবুক লাইভে (Facebook Live) এসে তিনি জানান, বাজারে বেশ কিছু ধার বাকি ছিল তাঁর। কিন্তু সেই সমস্ত ঋণ শোধ করেছেন তিনি। কিন্তু তা সত্ত্বেও ঋণ প্রদানকারীরা তাঁর বাড়িতে এসে অশান্তি করছে। ঝালেমা করছে। রোজকারের এই অশান্তি আর সহ্য করতে পারছিলেন না বলেই জানান তিনি। তাই ফেসবুক লাইভে এসে ‘বাঁচতে চাইনা’ বলে নিজেকে গুলি করলেন নন্দ লাল। গুলি করার আগে মাননীয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে (Yogi Adityanath) উদ্দেশ করে তিনি বলেন, তাঁর উপর হওয়া এই অন্যায়ের বিচার চাই। তাঁর মৃত্যুর পর পরিবারকে যেন প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী সাহায্য করেন সেই আর্জিও জানিয়ে গিয়েছেন আত্মঘাতী ব্যবসায়ী।

ফেসবুক লাইভে এসে উত্তরপ্রদেশের ব্যবসায়ীর আত্মহত্যা, দেখুনঃ