Uttar Pradesh: বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকাকে অশ্লীল ভাবে স্পর্শ, হেনস্থার অভিযোগ ছাত্রের বিরুদ্ধে

বিশ্ববিদ্যালয় চত্বরের ভিতরে এবং বাইরে তাঁর সঙ্গে অভব্য আচরণ করছে ওই ছাত্র। বিগত দু মাস ধরে ছাত্রের আচরণে বিরক্ত হয়ে অবশেষ পুলিশের দারস্ত হয়েছেন তিনি। মাঝে বহুবার ছাত্রকে সাবধানও করেছেন তিনি। কিন্তু ছাত্র নাছোড়বান্দা।

Rape Representational Image (Photo Credit: File photo)

বারানসি, ২৪ ফেব্রুয়ারিঃ বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের (Banaras Hindu University) এক বিদেশি ছাত্রের বিরুদ্ধে উঠল শিক্ষিকাকে হেনস্থা করার অভিযোগ। বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকাকে অভব্য ভাবে স্পর্শ করার পাশাপাশি তাঁকে অশ্লীল ছবি, ভিডিয়ো পাঠানোর অভিযোগও উঠেছে ওই ছাত্রের বিরুদ্ধে।

আরও পড়ুনঃ মেয়েকে ধর্ষণের হুমকি,মাদকাসক্ত স্বামীকে খুনের অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

মহিলা শিক্ষিকা ছাত্রের বিরুদ্ধে থানায় যৌন হেনস্থার অভিযোগ দায়ের করেছেন। তিনি জানিয়েছেন। বিশ্ববিদ্যালয় চত্বরের ভিতরে এবং বাইরে তাঁর সঙ্গে অভব্য আচরণ করছে ওই ছাত্র। বিগত দু মাস ধরে ছাত্রের আচরণে বিরক্ত হয়ে অবশেষ পুলিশের দারস্ত হয়েছেন তিনি। মাঝে বহুবার ছাত্রকে সাবধানও করেছেন তিনি। কিন্তু ছাত্র নাছোড়বান্দা।

ওই অধ্যাপিকা আরও জানিয়েছেন, পুলিশের কাছে অভিযোগ দায়ের করার আগে কলেজ কাউন্সিলে জানিয়েছিলেন তিনি। এরপর কলেজ কাউন্সিলের সদস্য মিলে বিদেশি ছাত্রকে কয়েকদিনের জন্যে কলেজ থেকে বরখাস্ত করেছিল। কিন্তু তাও নিজের আচরণে পরিবর্তন আনেননি ছাত্র।

আরও পড়ুনঃ স্বামী-স্ত্রী মিলে মাদক বিক্রি, মুম্বই পুলিশের কাছে গ্রেফতার দম্পতি

কলেজে ঢোকা বন্ধ হয়ে যাওয়ায় কলেজের বাইরে রাস্তাঘাটে যেখানে সেখানে শিক্ষিকার সঙ্গে বাজে ব্যবহার করতেন ছাত্র। অশ্লীল ছবি, ভিডিয়ো পাঠাতেন তাঁকে। এরপর একপ্রকার বাধ্য হয়েই পুলিশের দারস্ত হয়েছেন শিক্ষিকা। ছাত্রের বিরুদ্ধে হেনস্তার অভিযোগ দায়ের করেছেন বেনারস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা।